কারেন্ট অ্যাফেয়ার্স ১২ ডিসেম্বর ২০২১

519
0
daily current affairs
Courtesy: Morning Express

আন্তর্জাতিক
  • চার চারটি টর্নেডো আছড়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকি সহ বিভিন্ন স্থানে। আছড়ে পড়া ওই ঝড়ে শুধু কেন্টাকিতেই শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করছে মার্কিন প্রশাসন।
  • ছোট্ট দেস তাইওয়ান। সেখানকার একটি ঘটনাই করোনা ভাইরাস সংক্রমণের উতস খুঁজতে সাহায্য করতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। সেখানকার গবেষণা সংস্থা `অ্যাকাডেমিয়া সিলিকা’য় গবেষণা করতেন বছর কুড়ির এক তরুণী। তিনি বিদেশ যাত্রা করেননি। গত দেড়-দুমাসে একজনও কোভিড সংক্রমিত হননি সে দেশে। তাহলে তাঁর সংক্রমণ হল কীভাবে? জানা গিয়েছে গবেষণাগারে একটি ইঁদুর কামডেছিল তরুণীকে। এই বিষয়টাই ভাবাচ্ছে বিজ্ঞানীদের। সে দেশে এ যাবত ২৪,৫০০ জন সংক্রমিত হয়েছেন করোনায়।

 

জাতীয়
  • হ্যাক করা হল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট। ভুয়ো প্রচার চালানো হল বিটকয়েন নিয়ে। ঘণ্টাখানেক পর তা পুনরুদ্ধার করে প্রধানমন্ত্রীর সচিবালয়। দেড বছরের মধ্যে দ্বিতীয় বার প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হল।
  • অসমের শিবসাগর জেলায় ওয়াজিদ হুসেনকে জেরা করে দিয়েগো মারাদোনার ঘড়ি, ট্যাব, আইপ্যাড, জুতা, গল্ফ ক্যাপ, লাইটারসহ বিপুল সামগ্রী উদ্ধার করল অসম পুলিশ। দুবাইয়ের একটি বাডিতে নিরাপত্তা রক্ষীর কাজ করতেন ওয়াজিদ। আল ওয়াসল ফুটবল ক্লাবের কোচ হিসাবে সেখানেই ২০১৭-১৮ সালে বাস করতেন মারাদোনা। দুবাই পুলিশই চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের জন্য অনুরোধ করেছিল অসম পুলিশের কাছে।
  • সরকারি ক্ষতিপূরণের টাকা নিতে অস্বীকার করল নাগাল্যান্ডের ওটিংয়ের গ্রাম। সেনার গুলিতে সেখানকার ১৪ জন নিহত হয়েছেন।

 

খেলা
  • চলতি বছরে ফর্মুলা ওয়ান রেসিংয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলেন রেড বুল দলের চালক মার্ক ভারস্টাপেন। আবুধাবি গ্রাঁ প্রি জিতে তিনি জীবনে প্রথনবার বিশ্বখেতাব জেতা নিশ্চিত করলেন।
  • এশীয় রোয়িং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন অরবিন্দ সিং।

 

বিবিধ
  • ২০১২১ সালের রামানুজম পুরস্কার পাচ্ছেন বাঙালি গণিতজ্ঞ নীনা গুপ্ত। কলকাতার আইএসআই –এর অধ্যাপিকা তিনি। সর্বকনিষ্ঠ গণিতবিদ হিসাবে আগেই তিনি শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পেয়েছিলেন বছর পঁয়ত্রিশের নীনা।