কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ ডিসেম্বর ২০২১

438
0
daily current affairs

আন্তর্জাতিক
  • করোনা ভাইরাসের চতুর্থ ঢেউ  আছড়ে পডেছে। তারসংক্রমণের গতি অন্যান্য স্ট্রেনের থেকে বেশি বলে জানাল `হু’।
  • ন্যাটোর সেক্রেটারি পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত জানালেন নরওয়ের প্রাক্তন প্রধানমন্ত্রী ইয়েন্স স্টলটেলসবার্গ। তিনি নরওয়ের সেন্ট্রাল ব্যাঙ্ক প্রধান পদে যোগ দেবেন বলে জানা গেল।
  • গত ২৯ অগস্ট কাবুলে মার্কিন ড্রোন হামলায় ১০ জন নিরীহ আফগানের মৃত্যুর ঘটনায় কোনো মার্কিন সেনাকে শাস্তি দেওয়া হবে না।এ প্রসঙ্গে মার্কিন সেনা কর্তৃপক্ষের বক্তব্য, কেউ বিধিভঙ্গ করেনননি। ঘটনাটিকে পদ্ধতিগত ত্রুটি বলে তারা দায় ঝেডে ফেলল।

 

জাতীয়
  • উত্তরপ্রদেশের লখিমপুরে খেড়িতে গত ৩ অক্টোবর কৃষকদের গাড়িতে পিষে হত্যার পিছনে `খুনের ষড়যন্ত্র’ ছিল। এদিন উত্তরপ্রদেশের আদালতে বিশেষ তদন্তকারী দলের রিপোর্ট পেশ হয়েছে। সেখানেই এই তথ্য স্পষ্ট হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র গাড়িটি চালাচ্ছিলেন। বলে অভিযোগ।
  • যৌন কর্মীদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড দেওয়া এবং রেশন দেওয়ার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিল সু্প্রিম কোর্ট।
  • যাত্রীদের মালপত্র তুলতে তুলতে কার্গো হোল্ড এর মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন মুম্বই বিমান বন্দরে। ইন্ডিগো সংস্থার এক কর্মী।তাঁকে না নামিয়েই বিমানটির আবুধাবি চলে যাওয়া নিয়ে তদন্তের নির্দেশ দিল ডিজিসিএ।

 

খেলা
  • এশীয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-দক্ষিণ কোরিয়া ম্যাচ ড্র হল।
  • সুনীল গাভাসকরকে বিশেষ সম্মানে ভূষিত করল সর্বভারতীয় ত্রীড়া সাংবাদিক সংস্থা।
  • আইএসএলে হ্যাট্রিক করলেন জামশেদপুর দলের গেগ স্টুয়ার্ট। তাঁরা ৪-০ গোলে ওড়িশা এফসিকে হারিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল।৬ ম্যাচে তাদের পয়েন্ট ১১।

 

বিবিধ
  • অসমের গুয়াহাটি চা নিলাম কেন্দ্রে মনোহারি চা বাগানের অর্থোডক্স গোল্ড নামের চা ৯৯,৯৯৯ টাকা কেজি দরে বিক্রি হল যা একটি রেকর্ড।
  • নভেম্বরে দেশে সার্বিক মূল্যবৃদ্ধির হার ছিল ১৪.২৩ শতাংশ। এটি একটি রেকর্ড। টানা ৮ মাস এই হার রয়েছে ১০ শতাংশের ওপরে।
  • পেট্রোল ও ডিজেলের শুল্ক সেস বাবদ গত ৩ বছরে কেন্দ্রীয় সরকার ৮.০২ লক্ষ কোটি টাকা আয় করেছে বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

১৩ ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন