স্নাতক যোগ্যতায় জুট কর্পোরেশনে নিয়োগ

4745
0
Bank Recruitment 2024

জুট কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে ৬৩ জন অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র ইনস্পেক্টর নিয়োগ করা হবে (Accountant job 2021)। এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর: ০১/২০২১।

শূন্যপদ: অ্যাকাউন্ট্যান্ট: ১২ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ১, ওবিসি ৩, ইডব্লুএস ১)।

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: ১১ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ২, ইডব্লুএস ১)।

জুনিয়র ইনস্পেক্টর: ৪০ (অসংরক্ষিত ১৮, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২, ওবিসি ১১, ইডব্লুএস ৪)।

বয়সসীমা: ১ ডিসেম্বর ২০২১ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: অ্যাকাউন্ট্যান্ট: অ্যাডভান্স অ্যাকাউন্ট্যান্সি অ্যান্ড অডিটিং স্পেশ্যাল বিষয় সহ এমকম পাশ সঙ্গে ৫ বছরের কাজের অভিজ্ঞতা।

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: স্নাতক বা সমতুল সঙ্গে মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেলে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং ইংরেজিতে প্রতি মিনিটে ৪০ শব্দের গতিতে টাইপিং স্পিড।

জুনিয়র ইনস্পেক্টর: দ্বাদশ শ্রেণি বা সমতুল পাশ সঙ্গে ৩ বছরের অভিজ্ঞতা।

আবেদনের ফি: ২০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.jutecorp.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৩ জানুয়ারি ২০২২ তারিখ রাত ২৩.৫৯ মিনিট পর্যন্ত (Accountant job 2021)।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন