ভারতীয় নৌ বাহিনীতে নন-গেজেটেড গ্রুপ সি পদে নিয়োগের (Indian Navy Recruitment) জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ১৫৩১ পদে একাধিক ট্রেডে নিয়োগে করা হবে। নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে এক্স-ন্যাভাল অ্যাপ্রেন্টিসরা অনলাইনে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। দেশের যে কোনও ন্যাভাল ইউনিটে পোস্টিং হতে পারে।
শূন্যপদ : মোট ১৫৩১ টি শূন্যপদে নিয়োগ করা হবে, এর মধ্যে ইঞ্জিন ফিটার, প্যাটার্ন মেকার, মেশিনিস্ট, পেইন্টার, প্লেটের, ফাউন্ড্রি, সিট মেকার, পাইপ ফিটার, ইলেকট্রিক ফিটার সহ বিভিন্ন ট্রেডে একাধিক পদ রয়েছে।
যোগ্যতা : স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল উত্তীর্ন হতে হবে। এছাড়া ইংলিশে জ্ঞান থাকতে হবে। এর সাথে সংশ্লিষ্ট বিষয়ে নির্দিষ্ট ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা : ২০ মার্চ, ২০২২ তারিখ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
আবেদন : অনলাইনে ১৯ ফেব্রুয়ারি, ২০২২ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ২১ মার্চ, ২০২২ আবেদন গ্রহণ শেষ হবে। www.joinindiannavy.gov.in > Join Navy > Ways to join > Civilian> Tradesman Skilled লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে।
পরীক্ষা : জেনারেল নলেজ ১০ নম্বর, নিউম্যারিকাল অপটিটিউড ১০ নম্বর, জেনারেল ইংলিশ ১০, জেনারেল আওয়ার্নেস ২০ নম্বর এবং সংশ্লিষ্ট ট্রেড নিয়ে ৫০ নম্বরের প্রশ্ন হবে। আবেদন করার সময় প্রার্থীদের ৪.৫ সেমি x ৩.৫ সেমি মাপের ছবি, ৫০ থেকে ১০০ কেবি সাইজের স্বাক্ষরের স্ক্যান কপি সহ অন্যান্য প্রয়োজনীয় নথির স্ক্যান কপি আপলোড করতে হবে।
বাকি বিস্তারিত www.joinindiannavy.gov.in ওয়েবসাইট থেকে দেখে নেওয়া যাবে।