কারেন্ট অ্যাফেয়ার্স ২১ ফেব্রুয়ারি ২০২২

406
0
daily current affairs
Courtesy: Wikipie.wiki

আন্তর্জাতিক
  • ইউক্রেনের দুটি অংশ লুহানস্ক ও ডোনেতস্ককে স্বাধীনরাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল রাশিয়া। এই দুই অংশ রুশ মদতপুষ্ট বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা অধিকৃত। রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের এই দ্রুততায় ইউক্রেন অবশ্য ক্ষুব্ধ। ব্রিটেনের রাষ্ট্রপতি বরিস জনসন একে আন্তর্জাতিক আইনভঙ্গ বলে দাবি করেছেন।
  • `রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা করা হয়েছে মায়ানমারে’। `গাম্বিয়ার আনা এই অভিযোগ নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলার শুনানিতে মায়ানমারের প্রতিনিধিত্ব করলেন সেখানকার মন্ত্রী কো চো লাইং এবং অ্যাডভোকেট জেনারেল থিডা ও উ। তাঁদের বক্তব্য, এটি তাঁদের দেশের অভ্যন্তরীণ বিষয়। ২০১৯ সালে এই মামলায় মায়ানমারের প্রতিনিধিত্ব করেছিলেন আং সাং সুচি। বর্তমানে তিনি গৃহবন্দি।
জাতীয়
  • পশুখাদ্য কেলেঙ্কারীর পঞ্চম মামলায় রাঁচির সিবিআই আদালত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে ৫ বছর কারাদণ্ড ও ৬০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিল।
  • ১২ থেকে ১৮ বছর বয়সীদের করোনা প্রতিষেধক কোর্বেভ্যাক্স দেওয়ার ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার।
  • হাওড়ায় ছাত্রনেতা আনিস খানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্তকারী দল (সিট) তৈরির নির্দেশ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
খেলা
  •  ইতিহাস গড়লেন চেন্নাইয়ের ১৬ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ। এয়ার থিংস মাস্টার্স অনলাইন রাপিড প্রতিযোগিতায় ৩৯ চালের পর প্রজ্ঞার কাছে হেরে গেলেন বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। ২০১৩ সালে বিশ্ব যুব (অনূর্ধ্ব) দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন প্রজ্ঞানন্দ।
বিবিধ
  • সুরকার অভিজিত বন্দ্যোপাধ্যায়(৯০)প্রয়াত হলেন। `সাহেব’, `ফাদার’, `দুষ্টুমিষ্টি’, `রাজবধূ’ প্রভৃতি অসংখ্য ছবির সংগীত পরিচালক ছিলেন তিনি।
  •  অসমের সমাজকর্মী শকুন্তলা চৌধুরী (১০২) প্রয়াত হলেন। গত সাধারণতন্ত্র দিবসেই তাঁকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছিল। উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ত্রাণ বিলি ও সমাজ সেবায় কার্যত গোটা জীবনটাই ব্যয় করেছেন তিনি।