কারেন্ট অ্যাসেয়ার্স ২৩ ফেব্রয়ারি ২০২২

755
0
daily current affairs
Courtesy: The Guardian

আন্তর্জাতিক
  • রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সুপারিশ মেনে জরুরি অবস্থা জারি করল ইউক্রেন। সীমান্তে যাওয়ার জন্য ২ লক্ষ সেনাকে প্রস্তুত রেখেছে তারা। এদিনই সাইবার হানায় বেশ কিছুক্ষণ থমকে যায় ইউক্রেনের বিভিন্ন সরকারি দপ্তর ও ব্যাঙ্কের কাজকর্ম। এদিকে ব্রিটেন ও ইটালি জানিয়েছে, ইউক্রেনকে সামরিক সাহায্য করবে তারা। অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞার জেরে পতন হল রাশিয়ার শেয়ার বাজারে। ডলারের সাপেক্ষে রুশ মুদ্রা রুবলের দামও এতটা নেমে গেল যে, যা আগে কখনও এতটা পতন হয়নি। অন্যদিকে পূর্বঘোষণা মতো রুশ সেনা পরমাণু অস্ত্রের মহড়া শুরু করল। মস্কোয় বসে বেলারুশের রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকাসেঙ্কেকে পাশে নিয়ে কম্পিউটারের পর্দায় মহড়া প্রত্যক্ষ করলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন।

 

জাতীয়
  • কুখ্যাত মাফিয়া দাউদ ইব্রাহিমের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগে মহারাষ্ট্রের সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী নবাব মালিককে ৮ ঘণ্টা জেরা করার পর গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিনই ১০৫টি জায়গায় অভিযান চালিয়ে একই মামলার সূত্রে গ্রেপ্তার করা হল দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকরকে। অনিল দেশমুখের পর মহারাষ্ট্রে কংগ্রেস-শিবসেনা–এনসিপি জোটের দ্বিতীয় কোনো মন্ত্রীকে গ্রেপ্তার করল ইডি।
  •  ডেনমার্কের নাগরিক নিয়েলস হোল্ক ওরফে কিম ডেভির ভারতে প্রত্যর্পণের সম্ভাবনা উজ্জ্বল হল। ১৯৯৫ সালের ১৭ ডিসেম্বর পুরুলিয়ায় অস্ত্রবর্ষণ মামলায় মূল অভিযুক্ত ডেঙি। ডেনমার্ক বিচার বিভাগের প্রতিনিধিরা কলকাতা ঘুরে বিচারব্যবস্থা দেখে খুশি হওয়ার পর তারা শর্তসাপেক্ষে ডেঙিকে প্রত্যর্পণ করবে বলে জানা গেল।
  • বিহারের সমস্তিপুরে মহম্মদ খলিল আলম নামে একজন যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল গোরক্ষকদের বিরুদ্ধে।
খেলা
  • চট্টগ্রামে আফগানিস্তানকে একদিনের আন্তর্জাতিক ম্যাচে হারানোর পথে বিশ্ব রেকর্ড করলেন বাংলাদেশের দুই ব্যাটার আফিফ হোসেন ও মেহেদি হাসান মিরাজ। সপ্তম উইকেটে একদিনের ক্রিকেটে এটাই জুটিতে করা সর্বোচ্চ রান।
বিবিধ
  • আর্থিক অনিয়মের অভিযোগে ভারত পে সংস্থা তাদের হেড অব কন্ট্রোল পদাধিকারী মাধুরী জৈন গ্রোভারকে পদ থেকে সরিয়ে দিল। তিনি সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা অশনীর গ্রোভারের স্ত্রী।