গেইলে এগজিকিউটিভ ট্রেনি নিয়োগ

1234
0
Executive Trainee job

গেইল ইন্ডিয়া লিমিটেডে ৪৮ জন এগজিকিউটিভ ট্রেনি নিয়োগ করা হবে। যে সমস্ত ডিসিপ্লিনে নিয়োগ করা হবে সেগুলি হল ইনস্ট্রুমেন্টেশন, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল। বৈধ গেট স্কোর (গেট ২০২২) থাকতে হবে (Executive Trainee job)।

যোগ্যতা ও বয়সসীমা: এগজিকিউটিভ ট্রেনি (ইনস্ট্রুমেন্টেশন)-এর ক্ষেত্রে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে ইনস্ট্রুমেন্টেশন/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/

ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স শাখায় ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি।

এগজিকিউটিভ ট্রেনি (মেকানিক্যাল): ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে মেকানিক্যাল/ প্রোডাকশন/ প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল/

ম্যানুফ্যাকচারিং/ মেকানিক্যাল অ্যান্ড অটোমোবাইলে ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি ব্যাচেলর ডিগ্রি।

এগজিকিউটিভ ট্রেনি (ইলেক্ট্রিক্যাল): ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্সে ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি।

১৬ মার্চ ২০২২ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৬ বছর, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি: https://gailonline.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১৬ মার্চ ২০২২ তারিখ সন্ধ্যে ৬টা পর্যন্ত (Executive Trainee job)।