আন্তর্জাতিক
যুদ্ধের সপ্তম দিনে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা আরও তীব্র করল রাশিয়া। চেরনিহিভে মাটিতে মিশে গেল শহরের একটি হাসপাতাল। বন্দর শহর মারিওপোলে লাগাতার বোমা ফেলেছে তারা। ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলানস্কি বিশ্বের অন্য দেশগুলির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, `আর নিরপেক্ষ থাকার সময় নেই’। এদিকে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন তাঁর প্রথম `স্টেট অব দ্য ইউনিয়ন’ বক্তৃতায় রাশিয়ার এই আগ্রাসনের প্রতিবাদে গোটা বিশ্ব থেকে রাশিয়াকে অর্থনৈতিক ভাবে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিলেন। ইউক্রেনের বিরুদ্ধে অভিযোগ, ভারতীয় পড়ুয়াদের সঙ্গে তারা দুর্ব্যবহার করছে এবং তাদের `মানব ঢাল’ হিসেবে ব্যবহার করছে। অন্যদিকে কিয়েভ দখল এবং তাদের করতে শহরের বাইরে রুশ বাহিনির ৬২ কিমি দীর্ঘ সাঁজোয়া বাহিনির লাইন চোখে পড়ছে।
জাতীয়
- রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভাতে রাশিয়ার বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ভোট পড়ল ১৪১-৫টি। ভারতসহ ৩৫টি দেশ ভোটদানে বিরত থাকল।
- পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ১৫৩ জন কোভিডে সংক্রমিত হলেও একজনেরও প্রাণহানি হয়নি। ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি শেষবার অনুরূপ ঘটনা ঘটেছিল। রাজ্যে কোভিডে প্রথম প্রাণহানি হয় ২০২০ সালের ২৩ মার্চ।
- পশ্চিমবঙ্গে পুরনির্বাচনে ১০২টি পুরসভায় তৃণমূল কংগ্রেস এবং ১টিতে বামপন্থীরা জয়ী হলেন। দার্জিলিঙে অজয় এডোয়ার্ডের নেতৃত্বে সদ্যগঠিত `হামরো পার্টি’ পুরসভার ৩১টি ওয়ার্ডের মধ্যে ১৮টি জিতে বোর্ড গঠন নিশ্চিত করল.
খেলা
- রাশিয়ার সেনার গুলিতে প্রাণ হারালেন ইউক্রেনের ২ তরুণ ফুটবলার ভিতালি স্যাপিলো ও দিমিত্র মার্টিনেঙ্কো। ২১ বছরের সাপিলো প্রাণ দিয়েছেন মুখোমুখি সংঘর্ষে। তিনি ট্যাঙ্ক কমান্ড্যার হিসেবে যোগ দিয়েছিলেন সেনাবাহিনীতে। ২৫ বছরের মার্টিনেঙ্কোর মৃত্যু হয় বসবাস স্থলে রুশ সেনার ক্ষেপণাস্ত্র হানায়।
- ফুটবল সংস্থার থেকে স্পন্সরশিপ প্রত্যাহার করল অ্যাডিডাস।
বিবিধ
বিশ্বে অপরিশোধিত তেলের দাম দাঁড়াল প্রতি ব্যারেলে ১০২ ডলার। প্রসঙ্গত, দেশে গত ১১৮ দিন ধরে অপরিবর্তিত রয়েছে পেট্রোপণ্যের দাম। গত নভেম্বরে প্রতি ব্যারেলের দাম ছিল ৮১.৫ ডলার।
Current Affairs 2 march, 2022