কারেন্ট অ্যাফেয়ার্স ৯ মার্চ, ২০২২

506
0
Current Affairs 17th March

আন্তর্জাতিক
  • ইউক্রেনের মারিয়ুপোলে একটি শিশু হাসপাতালে রাশিয়া বোমা ফেলেছে বলে জানাল ইউক্রেন। রাশিয়ার এই আগ্রাসন ঠেকাতে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে খোলা চিঠি লিখলেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কি। তবে রাশিয়া-ইউক্রেন তৃতীয় দফায় বৈঠক থেকে কিছু বিষয়ে দু’দেশ একমত হয়েছে। ছটি অঞ্চলে ১২ ঘন্টা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া। এদিন ভিডিও মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডস ওয়েস্টমিনিস্টার হলে বক্তব্য রাখলেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি। অন্যদিকে রাশিয়ায় তাদের সব রেস্তোরাঁ বন্ধ করে দিল ম্যাকডোনাল্ডস। মস্কোয় ১৯৯০ সালে তারা প্রথম রেস্তোরাঁটি খুলেছিল।
  • ১৯৯৯  সালে ইন্ডিয়ান এয়ারলাইন্স এর ৬৮১৪ বিমানটির অন্যতম অপহরণকারী পাক জঙ্গি ইব্রাহিম সম্প্রতি খুন হয়েছে পাকিস্তানে। তাঁর শেষকৃত্যেও জইস ই মহম্মদের উপস্থিতি ছিল বলে জানা গেছে।
জাতীয়
  • গোবরের তৈরি ব্রিফকেস হাতে বাজেট প্রস্তাব পেশ করলেন ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। রাজস্থানের পর দ্বিতীয় রাজ্য হিসেবে পুরনো পেনশন ব্যবস্থা ফিরিয়ে আনল ছত্রিশগড়।
  • প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকারী এ জি পেয়ারি ভালানের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। ৩২ বছর কারাদণ্ডে থাকাকালীন তার আচরণ নিয়ে কোনো অভিযোগ ছিল না , এই বিষয়ে গুরুত্ব দিয়েছে আদালত।
খেলা

চ্যাম্পিয়ন্স লিগে সালজবুর্গের বিরুদ্ধে বায়ার্ন মিউনিখ ৭-১ গোলে জয়ী হল। ফ্রান্স লিগে দ্রুততম হ্যাটট্রিক করলেন ( ১১ মিনিটে) রবার্ট লেয়নডস্কি।
২৪ বছর পর পাকিস্তানে কোনো টেস্ট খেলল অস্ট্রেলিয়া। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ড্র হল। পাঁচদিনে রান উঠেছে ১১৭৪। পড়েছে ১৪ উইকেট।
বিবিধ

মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে দু মাস আগে ডেভিড বেনেটের শরীরে জিনগতভাবে পরিবর্তিত শূকরের হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হয়েছিল। দুরারোগ্য অসুখে আক্রান্ত ডেভিড শেষ পর্যন্ত এ দিনই মারা গেলেন।

Current Affairs 9 march, 2022