নেভিতে বিই পড়িয়ে অফিসারের ২৫০০ চাকরি

3033
0
Indian Navy Tradesman Mate

সেলর পদে ২৫০০ অবিবাহিত তরুণ নিয়োগ করবে ভারতীয় নৌবাহিনী। উচ্চমাধ্যমিক যোগ্যতার নিয়োগ (Indian navy recruitment)।

নিয়োগ হবে এই দুটি স্কিমে: (১) ৫০০ সেলর— আর্টিফিশার অ্যাপ্রেন্টিস (এএ),

(২) ২০০০ সেলর— সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস (এসএসআর)।

দুই নিয়োগই হবে আগস্ট ২০২২ ব্যাচে ট্রেনিং দিয়ে। আবেদন করতে হবে অনলাইনে।

বেতনক্রম: প্রথমে ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড মাসে ১৪৬০০ টাকা। ট্রেনিংয়ের শেষে মূল বেতনক্রম হবে ২১৭০০-৬৯১০০ টাকা।

সঙ্গে এমএসপি ৫২০০ টাকা, ‘এক্স’ গ্রুপ পে ৬২০০ টাকা ও ডিএ। সামরিক চাকরির অন্যান্য সুযোগ-সুবিধা ও ক্রমশ উচ্চতর র‍্যাঙ্কে উন্নতির সুযোগও আছে।

শিক্ষাগত যোগ্যতা: আর্টিফিশার অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে ৬০ শতাংশ নম্বর সহ ১০+২ পাশ করে থাকতে হবে। ১০+২ স্তরে ম্যাথস, ফিজিক্স এবং সেই সঙ্গে কেমিস্ট্রি/ বায়োলজি/ কম্পিউটার সায়েন্সের মধ্যে যে-কোনো একটি বিষয় নিয়ে পড়ে থাকতে হবে।

সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস (এসএসআর)- এর ক্ষেত্রে যোগ্যতা একরকম তবে নম্বরের কোনো বিধিনিষেধ নেই।

বয়সসীমা: সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে ১ আগস্ট ২০০০ থেকে ৩১ জুলাই, ২০০৫ তারিখের মধ্যে।

শারীরিক মাপজোক: ন্যূনতম উচ্চতা দরকার ১৫৭ সেন্টিমিটার। সেই সঙ্গে অন্তত ৫ সেমি ফোলানোর ক্ষমতা সম্পন্ন সুগঠিত বুকের ছাতি ও ওজন থাকতে হবে।

ভাঙা হাঁটু, চ্যাটালো পায়ের পাতা ইত্যাদি কোনোরকম শারীরিক বা মানসিক ত্রুটি-বিকৃতি বা এই কাজের পক্ষে অসুবিধাজনক কোনো রোগব্যাধি থাকলে আবেদন করা যাবে না।

চশমা ছাড়া দৃষ্টিশক্তি হতে হবে ভালো চোখে ৬/১২ এবং খারাপ চোখে ৬/১২ চশমা থাকলে ভালো চোখে ৬/৯ খারাপ চোখে ৬/১২।

খেধুলা, সাঁতার ও পাঠ্যাতিরিক্ত ক্রিয়াকলাপে দক্ষতা থাকা বাঞ্ছনীয়।

শরীরে কোনো স্থায়ী ট্যাটু থাকলে সেবিষয়েও কিছু বিধিনিষেধ আছে, নিচের সাইটে জানা যাবে।

নির্বাচন পদ্ধতি: প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং ডাক্তারি পরীক্ষার মাধ্যমে।

সিলেবাসের ব্যাপারে বিস্তারিত তথ্য পাবেন www.joinindiannavy.gov.in ওয়েবসাইটে।

ট্রেনিং: প্রশিক্ষণ শুরু হবে আগস্ট ২০২২-এ। প্রথমে ৯ সপ্তাহের বেসিক ট্রেনিং হবে আইএনএস চিল্কাতে, তারপর পেশাগত ট্রেনিং নেভির বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্রে।

বইপত্র, জামাকাপড়, থাকা-খাওয়া ফ্রি। ট্রেনিং চলাকালীন বিয়ে করা চলবে না।

আবেদনের পদ্ধতি: www.joinindiannavy.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।  অনলাইন আবেদন করা যাবে ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে থেকে (Indian navy recruitment)।