কারেন্ট অ্যাফেয়ার্স ২০ মার্চ ২০২২

345
0
Current Affairs 28th April

আন্তর্জাতিক
  • রাশিয়া ও ইউক্রেনের শান্তি বৈঠকে মধ্যস্থতা করার প্রস্তাব দিল তুরস্ক। এদিকে ইউক্রেনে রাশিয়া শব্দের থেকে ১০ গুণ বেশি গতিসম্পন্ন ‘কিনজাল’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে সরকারিভাবে স্বীকার করল। কাস্পিয়ান সাগরের যুদ্ধ জাহাজ থেকে ক্যালিবার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলেও জানানো হল। এই আক্রমণে কোস্টানটি নিভকায় একটি জ্বালানি ভান্ডার ধ্বংস করা হয়েছে। মারিয়াপুলে সাধারণ মানুষের আশ্রয় নেওয়া একটি স্কুল ধ্বংস করে দিল রুশ বাহিনী। রাষ্ট্রসঙ্ঘের তথ্য ১৮ মার্চ পর্যন্ত রোজ হামলায় ইউক্রেনের ৮৪৭ জন সাধারণ বাসিন্দার মৃত্যু হয়েছে।
  • করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ৭৫ বছরের বেশি বয়স্কদের প্রতিষেধকের চতুর্দশ টিকা দেওয়া শুরু হল ব্রিটেনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এদিনও সতর্ক করল কোভিড মহামারী এখনও শেষ হয়নি।
জাতীয়
  • ‘ভারতের বিদেশনীতির পাকিস্তানের থেকে ভালো। কারণ তা দেশবাসীর উন্নতির জন্য পরিচালিত হয়।’ এই মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ওয়ার্ড গোষ্ঠীর সদস্য হওয়ার পরও রাশিয়া থেকে তেল কিনেছে ভারত। সেই প্রসঙ্গ উল্লেখ করে এই মন্তব্য করলেন তিনি।
  • ঘূর্ণিঝড় ‘অশনি’ আছড়ে পড়তে পারে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে। এই সতর্কবার্তা জারি করল মৌসম ভবন। ১৮৯১ থেকে এ যাবৎকালে মার্চ মাসে বঙ্গোপসাগরে মাত্র ছটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে।
  • কর্ণাটক হাইকোর্টের বিচারপতিদের খুনের হুমকি দেওয়ার অভিযোগে তামিলনাড়ু তৈহিদ জামাত সংগঠনের পরিচালক সমিতির দুই জন সদস্যকে গ্রেফতার করল তামিলনাড়ু পুলিশ।
খেলা
  • অষ্টম আই এস এল এ চ্যাম্পিয়ন হলো হায়দ্রাবাদ এসসি। গোয়ার দক্ষিণ-পূর্ব জওহরলাল নেহেরু স্টেডিয়ামে টাইব্রেকারে তারা ৩-১ গলি হারিয়ে দিল কেরল ব্লাস্টার্সকে। প্রথম বার ফাইনালে খেলেই ট্রফি জিতল তারা। তৃতীয়বার ফাইনালে উঠেও ট্রফি অধরা থাকল কেরলের।
  • মেলবোর্নে শেষ ওয়ার্নের শেষকৃত্য সম্পন্ন হল।
বিবিধ
  • শ্রীলংকার ১০ লক্ষাধিক স্কুলে পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ দিল কলম্বো সরকার। এর কারণ কাগজ সংকট। হাজার ১৯৪৮ সালে স্বাধীন হওয়ার পর সবথেকে খারাপ আর্থিক সংকটের মধ্য দিয়ে চলেছে শ্রীলঙ্কা।