কলকাতা পুরসভায় ফুড সেফটি অফিসার নিয়োগ

1560
0
WBMCS Sanitary Inspector Vacancy

ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের (WB Municipal Service Commission) মাধ্যমে কলকাতা পুরসভায় (KMC) ফুড সেফটি অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর – ০৩, ২০২২। নির্দিষ্ট যোগ্যতায় যে কোন ভারতীয় নাগরিক এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।

শূন্যপদ : মোট ৬ টি শূন্যপদ রয়েছে, এর মধ্যে অসংরক্ষিত ৩, অসংরক্ষিত পিডব্লিউডি ১, এসটি ১, ওবিসি-এ ১ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা : ফুড টেকনোলজি বা ডেয়ারি টেকনোলজি বা বায়ো-টেকনোলজি বা অয়েল টেকনোলজি বা এগ্রিকালচারাল সায়েন্স বা ভেটেরিনারি সায়েন্স বা বায়ো কেমিস্ট্রি বা মাইক্রো বায়োলজি নিয়ে স্নাতক ডিগ্রি অথবা, কেমিস্ট্রি নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা মেডিসিন নিয়ে ডিগ্রি থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা : ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী সর্বোচ্চ বয়স লাগবে ৩৯ বছর। সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।

আবেদন : অনলাইনে আবেদন করতে হবে। আগামী ১৬ এপ্রিল, ২০২২ তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদন ফি হিসাবে অসংরক্ষিত ও ওবিসি শ্রেনির প্রার্থীদের জন্য ১৫০০ টাকা + প্রসেসিং ফি ৫০ টাকা। এসসি/এসটি ও অন্যান্য প্রার্থীদের জন্য শুধুমাত্র প্রসেসিং ফি ৫০ টাকা লাগবে।

নিয়োগ প্রক্রিয়া : ৩০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ৬০ নম্বরের পার্সোনালিটি টেস্ট গ্রহণ করা হবে।

আবেদনের জন্য ওয়েবসাইটক্লিক করুন এখানে 

বিজ্ঞপ্তি দেখার লিঙ্ক : ক্লিক করুন এখানে