আন্তর্জাতিক
- শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়েছিল আগেই। বিভিন্ন শহরে মোতায়েন করা হয়েছে কারফিউ। কিন্তু সে সব উপেক্ষা করে দেশজুড়ে সরকার বিরোধী আন্দোলন তীব্র হয়ে উঠল। অন্তত ৪১টি স্থান শাসক দলের নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। কলম্বোয় প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের বাড়িতে লাগাতার হামলার পর এদিন হেলিকপ্টারে তাঁকে সপরিবারে সেখান থেকে প্রাণভয়ে পালিয়ে কলম্বো থেকে ২৭৯ কিমি দূরে ত্রিঙ্কোমালিতে নৌসেনার ঘাঁটিতে আশ্রয় নিতে হয়েছে।
- ফিলিপিন্সের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন ফার্দিনান্দ এবং মার্কোস জুনিয়র।
জাতীয়
- পাঞ্জাবের মোহালিতে পাঞ্জাব পুলিশের গোয়েন্দা বিভাগের সদর দফতরে গ্রেনেড হামলা তারা চালিয়েছে বলে দাবি করল। `শিখস ফর জাস্টিস’ নামের একটি জঙ্গি সংগঠন।
- ধর্মীয় কারণে পাকিস্তানে অত্যাচারিত হয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। তাঁদের ঠাঁই হয়েছিল রাজস্থানে। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় নাগরিকত্ব না পেয়ে শেষ পর্যন্ত পাকিস্তানে ফিরে গেলেন ৮০০ জন।
খেলা
- এশীয় তিরন্দাজিতে তিনটি সোনা জিতল ভারত। মেয়েদের দলগত বিভাগ, ছেলেদের দলগত বিভাগ ও কম্পাউন্ড মিক্সড ট্রিপ বিভাগে সোনা জিতল ভারত।
- ব্যাডমিন্টনর উবের কাপে কোয়ার্টার ফাইনালে উঠল ভারতের মেয়েদের দল।
বিবিধ
- করোনা কালের তোলা ছবির জন্য ২০২২ সালের পুলিতজার পুরস্কার পেল দানিস সিদ্দিকির ছবি। ২০১৮ সালেও একবার পুলিতজার পেয়েছিলেন তিনি। গত বছর আফগানিস্তানে নিহত হয়েছেন দানিস। ভারতের চিত্র সাংবাদিক সাম্মা ইরশাদ মাট্টু, অমিত দাভে এবং আদনান আবিদিও পুলিতজার পুরস্কার পেলেন। আদনানের এটি দ্বিতীয় পুলিতজার।