আন্তর্জাতিক
- সংযুক্ত আরব আমিরশাহির নতুন রাষ্ট্রপতি হিসেবে শেখ মহম্মদ বিন জায়েদ আল লাহিয়ানকে নির্বাচিত করল সেদেশের ফেডারেল সুপ্রিম কাউন্সিল।
- চোরদের হাতে দেশের ক্ষমতা তুলে দেওয়ার বদলে পরমাণু বোমা ফেলে দেশ ধ্বংস করে দেওয়া ভাল। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে উদ্দেশ্য করে এই মন্তব্য করলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
- রাশিয়ার কাছ থেকে খারকিভ ছিনিয়ে নিল ইউক্রেন। সেখান থেকে রাশিয়া সেনা প্রত্যাহার করে নিয়েছে বলে জানালেন খারকিভের মেয়র ইহর তেরেকোভ। এদিকে চলতি সপ্তাহ থেকেই কিয়েভে ভারতের দূতাবাস পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল নয়াদিল্লি।
জাতীয়
- মধ্যপ্রদেশের গুনা জেলায় অরনের জঙ্গলে চোরা শিকারীদের গুলিতে ৩ জন পুলিশকর্মী নিহত হলেন। কৃষ্ণসার হরিণ শিকারের জন্য তারা জরো হয়েছিল। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চোহান নিহতদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
- এবছর গমের রেকর্ড ফলন হলেও বিদেশে গম রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। খাদ্য সুরক্ষা ও প্রতিবেশী দেশগুলিকে সাহায্য করার জন্য এই সিদ্ধান্ত বলে জানানো হল।
- এনসিপি প্রধান শরদ শাওয়ারের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে মারাঠি অভিনেত্রী কেতকি চিত্তালেকে গ্রেপ্তার করল থানে পুলিশ।
খেলা
- আইলিগ চ্যাম্পিয়ন হল গোকুলম এফসি। প্রথম ভারতীয় ক্লাব হিসেবে তারা পরপর ২ বার আইলিগ জিতল। এদিন মহমেডান স্পোর্টিংকে ২-১ গোলে হারিয়ে খেতাব নিশ্চিত করল তারা। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতলেন মহামেডানের মার্কাস জোসেফ।
বিবিধ
- ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর টেস্টিং ক্যালিব্রেশন ল্যাবরেটরিজ-এর তথ্য অনুযায়ী গুণমানের দিক থেকে দেশে পানীয় জলের ক্ষেত্রে প্রথম রাজ্য পশ্চিমবঙ্গ। দ্বিতীয় মধ্যপ্রদেশ।