কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ মে ২০২২

458
0
daily current affairs
Courtesy: Free Press Journal

আন্তর্জাতিক

  • নিউ ইয়র্কের বাফেনোর একটি দোকানে বন্দুবাজের গুলিতে প্রাণ হারালেন ১০ জন। মোট ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে ১১ জনই কৃষ্ণাঙ্গ। সমাজ মাধ্যমে সরাসরি সম্প্রচার চালিয়ে বর্ণবিদ্বেষমূলক প্রচার চালাতে চালাতে গুলি চালায় একজন শ্বেতাঙ্গ আততায়ী।
  • পাকিস্তানে শিখ সম্প্রদায়ের দুই ব্যবসায়ীকে গুলি করে হত্যা করল জঙ্গিরা।
  • উত্তর কোরিয়ায় কার্যত দাবানলের মতো ছড়িয়ে পড়ছে জ্বর। মাত্র ৩ দিনে ৮ লক্ষাধিক মানুষ সংক্রমিত হয়েছেন জ্বরে। শাসক কিম জংউন বিষয়টিকে `বিপর্যয়’ বলে অ্যাখ্যা দিয়েছেন।

 

জাতীয়
  • ত্রিপুরার একাদশতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানিক সাহা। তাঁকে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য।
  • তামিলনাড়ুর অষ্টাদশ শতকের এক খ্রিস্টান যাজক দেবসায়াম ওরফে নীলকান্দন পিল্লাইকে সন্ত (সেন্ট) হিসাবে ঘোষণা করল ভ্যাটিকান। জাতপাতের বিরুদ্ধে লড়াই করায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

 

খেলা
  • ব্যাডমিন্টনে ইতিহাস গড়ল ভারত। ভারতের পুরুষ দল ৭৩ বছরে এই প্রথমবার টমাস কাপ চ্যাম্পিয়ন হল। প্রথমবার টমাস কাপের ফাইনালে উঠে ভারত ইন্দোনেশিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে এই খেতাব জিতল। লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্ত, সাত্ত্বিক সাইরাজ রনকিরেড্ডি, চিরাগ শেট্টি এবং এইচ এস প্রণয় ছিলেন দলে।
  • কুইসল্যান্ডের টাউন্সভিলে গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হলেন প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার অ্যান্ড্র সাইমন্ডস (৪৬)। ২৬ টেস্টে ১৮২৬ রান ও ২৪টি উইকেট, একদিনের ১৯৮ ম্যাচে ৫০৮৮ রান, ১৩৩ উইকেট ছিল তাঁর।

 

বিবিধ
  • মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে ৪৭ ফুট লম্বা একটি স্পার্ম হোয়েলের মৃতদেহ ভেসে উঠল। ময়নাতদন্তে দেখা গেছে পলিথিন প্ল্যাস্টিকের ব্যাগে তার পেট ঠাসা ছিল।