আন্তর্জাতিক
- অর্থনৈতিক সংকট তো বটেই, জ্বালানির পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সংকটও চরমে শ্রীলঙ্কায়।ওষুধের অভাবে অস্ত্রোপচার ও চিকিৎসা পিছিয়ে দিতে বাধ্য হচ্ছেন সেখানকার ডাক্তাররা।
- ইউক্রেনে শুরু হল যুদ্ধাপরাধীদের সাজা। এক বৃদ্ধকে হত্যার কারণে ২১ বছর বয়সী এক রুশ কমান্ডারকে যাবজ্জীবন কারাদণ্ড দিল ইউক্রেনের আদালত।
- করোনার কারণে ভারত সহ ১৬টি দেশে তাদের নাগরিকদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করল সৌদি আরব।
জাতীয়
- কোয়াড উপলক্ষে টোকিও সফরের দ্বিতীয় দিনে জাপানের শীর্ষ বাণিজ্য ক্রেতাদের ভারতে বিনিয়েগের আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- প্রখর তাপমাত্রা বা গ্রীষ্মের দাবদাহে প্রবলভাবে ধাক্কা খাবে দেশের অর্থনীতি। এমনই মত ব্যক্ত করেছে অর্থনীতিক বিশেষজ্ঞ সংস্থা মুডি’জ।
খেলা
- স্ট্রেট জয় দিয়েই ফরাসি ওপেনে অভিযান শুরু করলেন নাদায়েল রাফাল। বিদায় ওসাকার।
বিবিধ
- রাজ্যে বড় মাপের মহিলা পুলিশ নিয়োগের বার্তা দিল নবান্ন। ২০২০ জন মহিলা পুলিশ নিয়োগ করা হবে। তারমধ্যে ১৪২০ জন ‘উইনার্স’ বাহিনীর জন্য।
২২ মে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন