কারেন্ট অ্যাফেয়ার্স ২ জুলাই ২০২২

482
0
daily current affairs
Courtesy: Tribune India

আন্তর্জাতিক
  • পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে মার্কিন মুলুকে প্রাণ হারালেন আরও এক কৃষ্ণাঙ্গ যুবক। ওহায়ো প্রদেশের অ্যাক্রন শহরে ট্রাফিক আইন ভেঙেছিলেন জেল্যান্ড ওয়াকার (২৫)। পুলিশের দাবি তিনি গুলিও চালিয়ে ছিলেন। ডেলিভারি বয় জেল্যান্ডের কাছ থেকে অবশ্য কোনো বন্দুক পাওয়া যায়নি। ৯০ রাউন্ড গুলি চালিয়ে ছিল পুলিশ। তার ৬০টি জেল্যান্ডের শরীরে লেগেছে।
  • ইরানে ভূমিকম্পে ৫ জনের প্রাণহানি হল। কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৬.৬। কম্পনের উতসকেন্দ্র হরমোজগানের খোশ গ্রাম।
  • বাংলাদেশে মুক্তি যুদ্ধের বীর সেনানী তথা শাসক দল আওয়ামি লিগের প্রবীণ নেতা মুকুল বসু (৬৮) প্রয়াত হলেন। তিনি চেন্নাইয়ে চিকিসাধীন ছিলেন।
জাতীয়
  • মণিপুরে ধসে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ২৯। তাঁদের মধ্যে ২০ জনই টেরিটোরিয়াল আর্মির সদস্য। নোনে জেলার মারাংচিং রেল স্টেশনের কাছে ওই ধস নেমেছে। এখনও নিখোঁজ ৩২ জন।
  • পুলিতজার পুরস্কার জয়ী কাশ্মীরি চিত্র সাংবাদিক সানা ইরশাদ মাটুকে প্যারিস যেতে দেওয়া হল না। জম্মু কাশ্মীর পুলিশের লুক-আউট নোটিস থাকার জন্য তাঁকে দেশ ছাড়ার অনুমতি দেওয়া হয়নি বলে প্রশাসন জানিয়েছে।

 

খেলা
  • অস্থায়ী অধিনায়ক হিসেবে প্রথম টেস্টেই বিশ্বরেকর্ড করলেন ভারতের যশপ্রীত বুমরা। টেস্টে এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড করলেন তিনি। স্টুয়ার্ড ব্রডের এক ওভারে তিনি তুললেন ২৯ রান। ওই ওভারে মোট ৩৫ রান দিলেন তিনি। বুমরা ভাঙলেন ব্রায়ান লারার রেকর্ড (২৮)। এদিন এজবাস্টনে শতরান করলেন ভারতের রবীন্দ্র জাদেজা (১০৪)। জবাবে ৫ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ৮৪ রান। প্রসঙ্গত, ২০০৭ সালে টি২০ বিশ্বকাপে ব্রডের এক ওভারেই ৩৬ রানের রেকর্ড করেছিলেন যুবরাজ সিং।
  • সিএবি প্রথম ডিভিশন ক্রিকেট লিগে কালীঘাটকে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভবানীপুর।

 

বিবিধ
  • লখিমপুর খেরির দুধবা সংরক্ষিত অরণ্য থেকে ধরা হয়েছিল ৯ বছরে বাঘিনিকে। বন দপ্তর জানায়, জরায় জীর্ণ হওয়ার জন্যই সে পরিণত হয়েছে মানুষখেকোয়। তাকে পাঠানো হল লখনউয়ের নবাব ওয়াজেদ আলি শাহ চিডিয়াখানায়।