উচ্চতম শিখর ছুঁলেন সবিতা

2739
0

সাইকেল নিয়েই বিশ্বের উচ্চতম মোটরেবেল পাস উমলিঙ গিরিপথ অতিক্রম করলেন তারকেশ্বরের সবিতা মাহাতো।

প্রথম সাইক্লিস্ট হিসাবে ১৯০২৪ ফুট উঁচু উমলিঙ গিরিপথে আরোহণ করলেন সবিতা।

হুগলির তারেকেশ্বরের সবিতা ২০১৭ সাল থেকে সারা দেশময় সাইকেলে ঘুরে নজির সৃষ্টি করেছেন। প্রথমে ভলিবল খেলতেন।

তিন তিনবার জাতীয়স্তরে ভলিবল চ্যাম্পিয়নও হয়েছেন। যদিও খেলার থেকে অ্যাডভেঞ্চারই ছিল তাঁর প্রিয়।

পাহাড় তাকে টানে। ইচ্ছা পর্বতারোহণে। একসময় যোগাযোগও করেন পর্বতারোহী ছন্দা গায়েনের সঙ্গে।

হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউ্রে ভর্তিও হন। বিভিন্ন পাহাড় ছুঁলেও মূল লক্ষ্য এভারেস্ট ছোঁয়া।

কোনো স্পন্সর না পেয়ে সাইকেল নিয়েই বেরিয়ে পড়েন। একে একে ২৯টা রাজ্য পাডিড় দেন। পুরস্কার জুটেছে অসংখ্য।

বেস্ট সাইক্লিস্ট-এর ওয়ার্ল্ড বাজরা রেকর্ড তাঁর হাতে। সাইকেলে ঘুরেছেন এশিয়ার  দেশে। করোনা কালে থামলেও আবার যাত্রা শুরু করেন।

২০২১ সালে ট্রান্স হিমালয়া অতিক্রম করে শ্রুতি রাউতের সঙ্গে যুগ্মভাবে দেশের প্রথম মহিলা সাইক্লিস্টের খেতাব অর্জন করেন সবিতা।

কিন্তু সুউচ্চে চড়ার স্বপ্ন তাকে চালিয়ে নিয়ে যায়। ৫ জুন দিল্লি থেকে সাইকেলেই উমলিঙ গিরিপথের উদ্দেশে রওনা দেন।

২৮ জুন বিশ্বের প্রথম মহিলা সাইক্লিস্ট হিসেবে উচ্চতম মোটরেবেল পাস অতিক্রম করার নজির গড়েন সবিতা। উমলিঙ গিরিপথের সর্বোচ্চ আরোহণকারী সবিতার মুখের হাসিই জানায় চেষ্টা করলে মেয়েরাও পারে।

মেয়েরা কোনো অংশেও কম নয়। সাবাশ সবিতা, সাবাশ।