কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ জুলাই ২০২২

515
0
daily current affairs
Courtesy: Hindustan Times

আন্তর্জাতিক
  • জরুরি অধিবেশন বসল শ্রীলঙ্কার সংসদে । মাত্র ১৩ মিনিটের ওই অধিবেশনে রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগ পত্র গৃহীত হল । পার্লামেন্টের স্পিকার এম ওয়াই অবেবর্ধনে জানিয়েছেন , আগামী ২০ জুলাই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন । তবে এবার দেশের সাধারণ নাগরিকরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না । কেবল আইন সভার সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন । ১৯৭৮ সালের পর এই প্রথম এভাবে রাষ্ট্রপতি নির্বাচন হবে শ্রীলঙ্কায় ।
  • অর্থনৈতিক দিক থেকে বিশ্বের বারোটি দেশের পরিস্থিতি গভীর উদ্বেগজনক বলে প্রকাশ পেল একটি সমীক্ষায় । এই দেশগুলি হল আর্জেন্টিনা, মিশর, ইউক্রেন, বেলারুশ, পাকিস্তান, কেনিয়া, ইথিওপিয়া, এল সালভাদর, নাইজেরিয়া প্রভৃতি ।
জাতীয়
  • রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হওয়ার আগেই উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করে দিল এনডিএ । তিনি হলেন জগদীপ ধনখড়। রাজস্থানের ঝুনঝুনু জেলার এক কৃষক পরিবারের সন্তান জগদীপ ধনখড় পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল । তিনি প্রাক্তন বিধায়ক  ও প্রাক্তন সাংসদ । ১৯৯০ সালে বিদেশ প্রতিমন্ত্রী হয়েছিলেন তিনি । ভোট হবে ৬ আগস্ট । এই নির্বাচনে কেবল সাংসদরাই ভোট দেন ।
  • জয়পুরে অল ইন্ডিয়া লিগ্যাল সার্ভিস অথরিটিস মিট এর ১৮তম সম্মেলনের উদ্বোধন হল ।
খেলা
  • দক্ষিণ কোরিয়ার চাংওনে আয়োজিত বিশ্বকাপ শুটিং প্রতিযোগিতায় ৫০ মিটার রাইফেল থ্রি  বিভাগে সোনা জিতলেন ভারতের ঐশ্বর্য প্রতাপ সিং তোমার । পরপর দুবার তিনি বিশ্বকাপ শুটিং থেকে সোনা জিতলেন । এখনও পর্যন্ত ৪টি সোনা , ৪টি রুপো, ১টি ব্রোঞ্জ জিতে পদক তালিকায় শীর্ষে রয়েছে ভারত ।
  • সিঙ্গাপুর ওপেনের ফাইনালে উঠলেন ভারতের পি ভি সিন্ধু । সেমিফাইনালে তিনি হারালেন জাপানের সানা কাওয়াকামিকে ।
বিবিধ
  • মহারাষ্ট্রের দুটি শহরের নাম বদলের প্রস্তাব অনুমোদন করল নতুন মন্ত্রিসভা । যদিও আপাতত এই মন্ত্রিসভায় রয়েছেন কেবল দুজন , মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে ও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস । আওরঙ্গাবাদের নাম বদলে ছত্রপতি শম্ভাজিনগর , ওসমানাবাদের নাম বদলে ধারাশিব , নবি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের নাম ডি বি পাতিলের নামে রাখার প্রস্তাব অনুমোদন করা হয়েছে ।

 

কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ জুলাই ২০২২