কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ জুলাই ২০২২

517
0
daily current affairs
Courtesy: Oregon Live

ন্তর্জাতিক
  • মাঙ্কিপক্স রোগকে নিয়ে ‘গ্লোবাল হেলথ ইমারজেন্সি’ অর্থাৎ বিশ্বের জন্য রোগব্যাধি সংক্রান্ত জরুরি অবস্থা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( ‘হু’ ) । বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল ট্রেডস আ্যডানম গাব্রিয়েশাস মাঙ্কিপক্স রোগ নিয়ে বিশেষ কমিটির বৈঠকের পর বললেন, ‘এই সংক্রমণ গোটা বিশ্বের কাছে উদ্বেগের বিষয় ।’
  • তালিবান কমান্ডোরা কিশোরী মেয়েদের জোর করে বিয়ে করছে, যৌনদাসী হিসেবে ব্যবহার করছে – এইরকম প্রতিবেদন লেখার জন্য ক্ষমা চাইলেন কাবুলে থেকে কাজ করা অস্ট্রেলীয় সাংবাদিক লিন ও’ডয়েল । পরে তিনি জানিয়েছেন , তাঁকে বন্দি করা হয়েছিল । জোর করে ক্ষমাপ্রার্থনা করার পর তবে মুক্তি দিয়েছে  তালিবানরা । আফগানিস্তান ছাড়ার পর এই তথ্য জানিয়েছেন তিনি ।
জাতীয়
  • টানা ১৯ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ( ইডি ) গ্রেপ্তার করল পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে । অর্থের বিনিময়ে সরকারি চাকরি পাইয়ে দেওয়া ও টাকা পাচারের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে । তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়য়ের বাড়ি থেকে নগদ ২১ কোটি ২০ লক্ষ টাকা , ৫ লক্ষ ৪৪ হাজার মার্কিন ডলার ও দেড় কেজি ওজনের সোনার গয়না পাওয়া গেছে । তাঁকেও গ্রেপ্তার করেছে ইডি ।
  • এখন থেকে প্রকাশ্য স্থানে রাতের বেলাতেও জাতীয় পতাকা ওড়ানো যাবে। এই বিষয়ে জাতীয় পতাকা বিষয়ক বিধি পরিবর্তন করল কেন্দ্রীয় সরকার ।
খেলা 
  • দেশের ডাকে অবসর ভেঙে ফের ট্রাকে ফিরছেন মার্কিন আ্যথলিট অ্যলিসন ফেলিক্স । বিশ্বচ্যাম্পিয়নশিপেই মেয়েদের ৪×৪০০মিটার রিলে দৌড়ে তিনি অংশ নেবেন । প্রসঙ্গত , ১১টি অলিম্পিক পদক, ১৯টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক রয়েছে তাঁর। গত সপ্তাহে বিশ্বচ্যাম্পিয়নশিপে মিক্সড রিলেতে ব্রোঞ্জ পাওয়ার পরেই অবসরের কথা জানিয়েছিলেন তিনি ।
  • ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারত ৩ রানে জয়ী হল । শিখর ধাওয়ানের নেতৃত্বে এই ম্যাচ জিতল ভারত । ধাওয়ান নিজে করলেন ৯৭ রান ।
  • কাউন্টি ক্রিকেটে একাই এক ইনিংসে ৪১০ রান করলেন স্যাম নর্থইস্ট । গ্লামারগনের হয়ে লেস্টারসায়ারের বিরুদ্ধে এই ইনিংস তাঁর।
বিবিধ
  • শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী দীনেশ গুণবর্ধনের বাবা প্রয়াত ফিলিপ গুণবর্ধনে ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়ে জেল খেটেছিলেন । ১৯৪২ সালে তিনি ভারতে এসে ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশ নেন ও ছয় মাস জেল খাটেন । শ্রীলঙ্কা গার্ডিয়ান পত্রিকায় এই সংবাদ প্রকাশিত হয়েছে ।

কারেন্ট অ্যাফেয়ার্স ২২ জুলাই ২০২২