স্টেট এলিজিবিলিটি টেস্টের মাধ্যমে অ্যাসিঃ প্রফেসর নিয়োগ

1670
0
Lecturer

স্টেট এলিজিবিলিটি টেস্টের মাধ্যমে রাজ্যের বিভিন্ন কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তি নম্বর: 24/SET.

অনলাইন আবেদন করা যাবে ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত। পরীক্ষা হবে ৮ জানুয়ারি ২০২৩ তারিখে।

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে মাস্টার ডিগ্রি বা সমতুল পাশ।

তপশিলি জাতি/ উপজাতি, ওবিসি, শারীরিক প্রতিবন্ধী, ট্র্যানজেন্ডার প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন।

স্টেট এলিজিবিলিটি টেস্ট দেওয়ার জন্য বয়সের কোনো উর্ধ্বসীমা নেই।

পরীক্ষার ফি: ১২০০ টাকা, ইডব্লুএস প্রার্থীদের ক্ষেত্রে ৬০০ টাকা এবং তপশিলি জাতি/ উপজাতি,

শারীরিক প্রতিবন্ধী ও ট্র্যানজেন্ডারদের ক্ষেত্রে আবেদনের ফি ৩০০ টাকা।

ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

পরীক্ষার ধরন: পরীক্ষায় দুটি পেপার থাকবে। পেপার ওয়ানে ৫০টি প্রশ্ন থাকবে, মোট ১০০ নম্বর, সময় ১ ঘণ্টা।

দ্বিতীয় পেপারে ১০০টি প্রশ্ন থাকবে, ২০০ নম্বর, সময় ২ ঘণ্টা। দুটি পেপারেই অবজেকটিভ টাইপের প্রশ্ন থাকবে।

পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে www.wbcsconline.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।

কলকাতা পরীক্ষাকেন্দ্রের ডিস্ট্রিক্ট কোড ১১, দক্ষিণ ২৪ পরগণা ১২, উত্তর ২৪ পরগণা ১৩, হাওড়া ১৪, হুগলি ১৫।

অন্যান্য পরীক্ষাকেন্দ্রের ডিস্ট্রিক্ট কোড এবং বিষয়ের কোড সম্পর্কে বিস্তারিত ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আবেদনের পদ্ধতি: www.wbcsconline.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।