কারেন্ট অ্যাফেয়ার্স ৩১ আগস্ট ২০২২

537
0
Daily current affairs
Courtesy: NDTV sports

আন্তর্জাতিক
  • তাইওয়ানের আকাশসীমায় ঢুকে পড়ায় চিনের একটি ড্রোনকে গুলি করল তাইওয়ান সেনা। তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিল যে, তাদের জলসীমা বা আকাশসীমার ১২ নটিক্যাল মাইলের মধ্যে কোনও চিনা যুদ্ধজাহাজ বা যুদ্ধবিমান ঢুকলেই গুলি করা হবে। এদিকে তাইওয়ানকে বিপুল পরিমান অস্ত্র সাহায্যের প্রতিশ্রুতি দিল মার্কিন যুক্তরাষ্ট্র।
  • সোভিয়েত ইউনিয়নের শেষ রাষ্ট্রপতি মিখাইল গর্ভাচভয়ের প্রয়াণে শোক প্রকাশ করেছে গোটা দুনিয়াই। প্রসঙ্গত , ১৯৮৬ ও ১৯৮৮ , দুবার ভারত সফরে এসেছিলেন তিনি। পেয়েছিলেন ইন্দিরা গান্ধি শান্তি পুরস্কার। ১৯৯০ সালে পান নোবেল শান্তি পুরস্কার।
জাতীয় 
  • পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস। তার আগে কয়েকটি সিদ্ধান্ত ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন থেকে পুলিশকনস্টেবল পদে চাকরিতে বয়সের ঊর্ধ্ব সীমা ২৭ থেকে বেড়ে হল ৩০ বছর। এছাড়াও সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, হোমগার্ড, এনভিএফ এবং সিভিল ডিফেন্স থেকে কনস্টেবল পদে যোগ দেওয়ার জন্য বয়সের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ২৭ থেকে ৩৫ বছর করা  হল।
  • টানা ৮ বছর ধরে বন্দি করে রাখা হয়েছিল জনজাতি তরুণী সুনিতাকে। চালানো হয়েছে অকথ্য অত্যাচার। এই ঘটনায় সীমা পাত্র নামে একজন রাজনৈতিক নেত্রীকে রাঁচি থেকে গ্রেপ্তার করল পুলিশ। সীমা নিজে বিজেপি নেত্রী , তাঁর স্বামী প্রাক্তন আই পি এস। বিজেপি অবশ্য তাঁকে দল থেকে বহিষ্কার করার কথা জানিয়েছে। সীমার ছেলে আয়ুষ্মানই বিষয়টি প্রকাশ্যে আনেন।
খেলা 
  • এশিয়া কাপের ম্যাচে ভারত হারিয়ে দিল হংকংকে। ২৬ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেললেন ভারতের সূর্য কুমার যাদব।
  • এশিয়া কাপের প্রথম ম্যাচেই বাংলাদেশের বিরুদ্ধে ৩ উইকেট পেয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান।সেই সঙ্গে সঙ্গে তিনি হয়ে উঠেছেন আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। এখন আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে ৭৮ ম্যাচ খেলে তাঁর সংগ্ৰহ ১১৫টি উইকেট। সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশের শাকিব আল হাসানের থেকে মাত্র ৭ টি উইকেট পিছনে রয়েছেন তিনি।
  • একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের সিরিজে জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়ী হল অস্ট্রেলিয়া।

 

বিবিধ 
  •  ২০২২ সালের এপ্রিল থেকে জুন , এই ত্রৈমাসিকে দেশে মোট অভ্যন্তরীণ বৃদ্ধির ( জি ডি পি ) হার হয়েছে ১৩.৫ শতাংশ। কিন্তু প্রাক কোভিড পর্ব , ২০১৯-২০২০ অর্থবর্ষের তুলনায় তা বৃদ্ধি পেয়েছে ৩.৮ শতাংশ। অবশ্য ৮টি মূল পরিকাঠামো ক্ষেত্রে বৃদ্ধির হার হয়েছে ৪.৫ শতাংশ যা গত ৬ মাসের মধ্যে সর্বনিম্ন। এপ্রিল-জুনে চিনে বৃদ্ধির হার হয়েছে ০.৪ শতাংশ।
  • ত্রিপুরার অবসরপ্রাপ্ত শিক্ষক মৌলিভূষণ ভট্টাচার্যকে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পুরস্কার দেওয়ার ঘোষণা করল ত্রিপুরার স্কুল শিক্ষা দপ্তর।