কারেন্ট অ্যাফেয়ার্স ৯ সেপ্টেম্বর ২০২২

440
0
daily current affairs
Courtesy: News 18

আন্তর্জাতিক 
  • ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণের পর ব্রিটেনের নতুন রাজা হিসেবে টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দিলেন চার্লস। রাজা হওয়ার পর তাঁর নাম হয়েছে রাজা তৃতীয় চার্লস। তাঁর স্ত্রী ক্যামিলা হয়েছেন কুইন কনসর্ট। চার্লস ব্রিটেন ব্যতিরেকে কানাডা ,অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো ১৪টি দেশের আনুষ্ঠানিক প্রধান হবেন। এদিন লন্ডনের হাইড পার্কে প্রয়াত রানির বয়স স্মরণে রেখে ৯৬ বার গান স্যালুট দেওয়া হয়েছে। সেদেশের গির্জাগুলোয় বিশেষ ঘন্টা বাজানো হয়েছে। প্রয়াত রানির শেষকৃত্য হবে ১৯ সেপ্টেম্বর , এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে অপারেশন ইউনিকর্ন। রানির প্রয়াণে ব্রিটেনের জাতীয় সঙ্গীত বদলে হবে ‘গড সেভ দ্য কিং’।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদে মার্কিন কংগ্রেসের ভারতীয় বংশোদ্ভূত সদস্য প্রমীলা জয়পাল অভিযোগ করেছেন , তিনি সম্প্রতি জাতিবিদ্বেষের শিকার হয়েছেন।
 জাতীয় 
  • ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণে ভারতে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। তারিখ আগামী ১১ সেপ্টেম্বর। প্রসঙ্গত , ব্রিটেনের রানি তিনবার ভারত সফরে এসেছিলেন, ১৯৬১, ১৯৮৩ ও ১৯৯৭ সালে। ভারতের রাষ্ট্রপতিরা ৩ বার তাঁর অতিথি হয়েছেন , ১৯৬৩ সালে রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন , ১৯৯০ সালে রাষ্ট্রপতি আর ভেঙ্কটরমন ও  ২০০৯ সালে রাষ্ট্রপতি প্রতিভা পাতিল।
  • সুপ্রিম কোর্ট জামিন দিল কেরলের সিদ্দিকী কাপ্পানকে। উত্তরপ্রদেশের হাথরসে খবর সংগ্রহে যাওয়ার সময় প্রায় দুবছর আগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। সন্ত্রাসবাদী কাজে যুক্ত থাকার অভিযোগে ইউপিএ আইনে মামলা করা হয়েছিল তাঁর বিরুদ্ধে।
খেলা 
  • ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে কলকাতার মহমেডান স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে হারিয়ে দিল কেরল ব্লাস্টার্সকে। অবিয়েলা ডায়োডা জোড়া গোল করলেন।
  • এশিয়া কাপের নিয়মরক্ষার ম্যাচে শ্রীলঙ্কা ৩ উইকেটে হারিয়ে দিল পাকিস্তানকে।
বিবিধ 
  • আমিরশাহির একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন শাহরুখ খান। উদ্যোগপতি শামশের ভায়ালিলের মালিকানাধীন কোম্পানির সঙ্গে গত সপ্তাহে আবু ধাবিতে চুক্তি সম্পন্ন হয়েছে তাঁর। আমিরশাহির এই সংস্থা ৩৯টি হাসপাতাল এবং চিকিৎসা কেন্দ্র পরিচালনা করে।
  • ডাক যোগে শৌর্য চক্র পাঠানোর প্রতিবাদে তা ফিরিয়ে দিলেন ভাদরিয়া পরিবার। কাশ্মীরে ২০১৭ সালে জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছিলেন ল্যান্স নায়েক গোপাল সিং ভাদরিয়া। সম্প্রতি ডাকে তাঁর পরিবারের হাতে পৌঁছয় ওই বীর সম্মান।