কারেন্ট অ্যাফেয়ার্স ১১ সেপ্টেম্বর ২০২২

475
0
daily current affairs

আন্তর্জাতিক 
  • মার্কিন যুক্তরাষ্ট্রে কুখ্যাত সন্ত্রাসবাদী হামলার ২১ বছর পূর্ণ হল। ৯/১১ কাণ্ডে নিহতদের পরিজন সমবেত হয়েছিলেন নিউইয়র্কে টুইন টাওয়ারের সেই বিখ্যাত গ্রাউন্ড জিরোতে।
  • স্কটল্যান্ডের অ্যাবারডিনশায়ারের বালমোরাল প্রাসাদ থেকে ব্রিটেনের রানি প্রয়াত দ্বিতীয় এলিজাবেথের মরদেহ পৌঁছল এডিনবরার হলিরুডহাউস প্রাসাদে।
  • খারকিভ থেকে সেনা প্রত্যাহারের কথা ঘোষণা করল রাশিয়া। রুশ ইউক্রেন যুদ্ধের ২০০ দিনের মাথায় এই ঘটনা ঘটেছে।

 

 জাতীয় 
  •  ১০০০ টি নিচু পাদানির বাস কেনা নিয়ে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাকসেনা।
  • বিহারের ললিত নারায়ণ মিথিলা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের পরীক্ষার অ্যাডমিট কার্ড কেলেঙ্কারি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে পড়ুয়াদের ছবির বদলে কোথাও রয়েছে প্রধানমন্ত্রী, রাজ্যপালের ছবি , কোথাও রয়েছে ক্রিকেটের প্রাক্তন অধিনায়কের ছবি।
  • রাজ্যসভায় মনোনীত সদস্য হিসেবে জম্মু ও কাশ্মীরের নেতা গুলাম আলিকে বেছে নিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই প্রথম কোনও গুর্জর নেতা রাজ্যসভায় মনোনীত হলেন।
 খেলা 
  •  এশিয়া কাপে চ্যাম্পিয়ন হল শ্রীলঙ্কা। দুবাইয়ে ফাইনাল ম্যাচে তারা পাকিস্তানকে হারিয়ে দিল ২৩ রানে। এই নিয়ে তারা ৬ বার এশিয়া কাপ জিতল। শেষবার জিতেছিল ২০১৪ সালে। প্রসঙ্গত , এবারের এশিয়া কাপে আয়োজক দেশ ছিল শ্রীলঙ্কাই। দেশে প্রবল রাজনৈতিক টানাপড়েন চলায় তারা তা আয়োজন করতে পারেনি। দুবাইয়ে তা সরিয়ে আনতে হয়।
  • ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন পোল্যান্ডের ইগা শিয়নটেক।এই প্রথম তিনি ইউএস ওপেন খেতাব জিতলেন। তবে এবছর এটা তাঁর দ্বিতীয় গ্র্যান্ডস্লাম। অন্যটি হল ফ্রেঞ্চ ওপেন। তিনি ফাইনালে স্ট্রেট সেটে ৬-২, ৭-৬ (৭-৫) ব্যবধানে হারালেন টিউনিশিয়ার ওন্স জাবেউরকে। কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন শিয়নটেক। এর আগে দু’বার ফরাসি ওপেন জিতেছেন মহিলাদের এক নম্বর টেনিস খেলোয়াড়।
  • ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুম্বই সিটি ৫-৩ গোলে হারিয়ে দিল চেন্নাইয়ান এফ সি দলকে।
বিবিধ 
  •  স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়ে কারাদন্ড ভোগ করেছিলেন পোথিরাম উপাধ্যায়। পরে তিনিই হন দ্বারকাপীঠের শঙ্কারাচার্য স্বামী স্বরূপানন্দ স্বরস্বতী। ৯৯ বছর বয়সে এদিন তিনি শেষনিশ্বাস ত্যাগ করলেন।

 

কারেন্ট অ্যাফেয়ার্স ১০ সেপ্টেম্বর ২০২২