আন্তর্জাতিক
- ইউক্রেনের চারটি অঞ্চল দখল করে সেখানে গণভোট আয়োজন করেছিল রাশিয়া। এবার তারা দাবি করল , এই ভোটে বিপুল সংখ্যক মানুষ তাদের দেশে যুক্ত হওয়ার জন্য রায় দিয়েছে। লুহানস্ক, ডনেৎসক, জাপোরিজিয়া ও খেরসন – এই চারটি জায়গা ইউক্রেনের মোট জমির ১৫ শতাংশ। সেখানে যথাক্রমে ৯৮.৪, ৯৩.১ , ৮৭ , ৯৯.২ শতাংশ মানুষ রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার জন্য রায় দিয়েছেন বলে দাবি করল রুশ প্রশাসন । এইভাবে অন্যের দেশে ঢুকে গণভোট বেআইনি বলে জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘ। ইউরোপ, আমেরিকা এই ভোটকে সঙ্গত কারণেই মানেনি ।তীব্র আপত্তি জানিয়েছে ইউক্রেনও।
- তুরস্কে একটি গানের অনুষ্ঠান চলার সময় গায়িকা নিজের চুল কেটে প্রতিবাদ জানালেন। তুরস্কের এই গায়িকার নাম মেলেক মাসো। তিনি এইভাবেই ইরানে হিজাব পরার পরও যথাযথ ভাবে তা না পরার অভিযোগে পুলিশের প্রহারে নিহত মাহশা আমিনির ঘটনার প্রতিবাদ জানালেন। ইরানে ওই ঘটনার পর বিভিন্ন বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হয়েছেন ৭৬ জন।
জাতীয়
- দেশের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। এই পদে বসার সঙ্গে সঙ্গে তিনি অবশ্য জেনারেল পদে উন্নীত হবেন। গত বছরের৮ ডিসেম্বর হেলিকপ্টার দুর্ঘটনায় দেশের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত নিহত হওয়ার পর থেকে এই পদটি শূন্য ছিল। লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান হবেন দেশের দ্বিতীয় চিফ অব ডিফেন্স স্টাফ।
- দেশের অখন্ডতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে বিপজ্জনক। এই কারণে পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া ও তার সহযোগী সংগঠনগুলোকে ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
- পশ্চিমবঙ্গ সরকার যে দুয়ারে রেশন প্রকল্প চালু করেছিল তা আইনসঙ্গত নয় বলে জানালো কলকাতা হাইকোর্ট। এই প্রকল্প জাতীয় খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী বলে রায় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
খেলা
- ভারতের জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীকে বিশেষ সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা। তাঁর জীবন নিয়ে তিন সিরিজের বিশেষ এপিসোড গড়া হবে। এই মুহূর্তে যাঁরা খেলছেন তাঁদের মধ্যে গোল সংখ্যার বিচারে সুনীল রয়েছেন তৃতীয় স্থানে। গোল সংখ্যার বিচারে প্রথম তিন জন হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো , লিওনেল মেসি ও সুনীল ছেত্রী। আন্তর্জাতিক ম্যাচে তাঁদের গোল সংখ্যা যথাক্রমে ১১৭, ৯০ ও ৮৪।
- তিরুবনন্তপুরমে টি টোয়েন্টি ম্যাচে ভারত ৮ উইকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ী হল। ম্যান অব দ্য ম্যাচ হলেন আরশদীপ সিং।
বিবিধ
- দেশের পরবর্তী অ্যাটর্নি জেনারেল হচ্ছেন প্রবীণ আইনজীবী আর ভেঙ্কটরামানি। ৩০ সেপ্টেম্বর বর্তমান অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল অবসর নেওয়ার পর তিনি দায়িত্ব নেবেন। কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক এই সিদ্ধান্ত জানিয়েছে।
- দেশে রান্নার গ্যাসের সাধারণ গ্রাহকরা বছরে সর্বোচ্চ ১৫টি ও মাসে সর্বোচ্চ ২টি করে গ্যাস সিলিন্ডার পাবেন বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।