পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে মুখ খুলল পাক গোয়েন্দা সংস্থা আইএসআই। সাধারণত কোনও দেশের গোয়েন্দা সংস্থা প্রকাশ্যে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন না। কিন্তু এদিন রীতিমতো সাংবাদিক সম্মেলন করে আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ মন্তব্য করেছেন যে, ইমরান খানের অসাংবিধানিক আবদার মেটাতে তাঁরা রাজি হননি বলেই সেনাবাহিনীর সমালোচনা করা হচ্ছে। এটা ঘটনা যে, ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই সমানে সেনাবাহিনীকে দায়ী করে বিবৃতি দিয়েছেন ইমরান ও তাঁর দলের নেতারা। এদিকে সরকারের বিরুদ্ধে পাকিস্তান তেহরিক ই ইনসাফ দলের উদ্যোগে ইমরান এদিন লাহোর থেকে শুরু করলেন লং মার্চ।
মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় নিজের বাড়িতে দুষ্কৃতী হামলার শিকার হলেন মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল।
জাতীয়
জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলার চৌধুরীগুন্ড গ্রাম ত্যাগ করল গ্রামটির শেষ পন্ডিত পরিবার। জঙ্গিরা বেছে বেছে পন্ডিতদের নিশানা করছে। অতর্কিতে গুলি চালিয়ে হত্যা করছে । এই পরিস্থিতিতে গ্রামের সম্পত্তি ফেলে পালাতে শুরু করেছে পন্ডিত পরিবারগুলি। চৌধুরীগুন্ড গ্রামের শেষ পন্ডিত পরিবার ছিল ডলি কুমারীর। এবার তাঁরাও ওই গ্রাম ছাড়লেন।
রাষ্ট্রসঙ্ঘের সন্ত্রাস বিরোধী কমিটির বৈঠক শুরু হল ভারতে। সাধারণত নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তরেই এই বৈঠক বসে। এবার তা বসেছে মুম্বইয়ের তাজ হোটেলে। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সদস্য ১৫ টি দেশের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠকের সূচনায় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ১৪ বছর আগে তাজ হোটেলে জঙ্গিহানায় ১৪০ জনের প্রাণহানির কথা স্মরণ করিয়ে দিলেন। তার ষড়যন্ত্রকারীরা এখনও সীমান্ত পারে নিরাপদ আশ্রয়ে রয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।
খেলা
সুলতান জোহর কাপ জুনিয়র হকিতে ভারত – ব্রিটেন ম্যাচ ৫-৫ গোলে ড্র হল।
মাত্র একদিন আগেই টুইটার অধিগ্রহণ সম্পূর্ণ করেছেন টেসলা -এর কর্ণধার এলন মাস্ক। তারপরই সংস্থার সিইও পরাগ আগরওয়াল , সিএফও নেড সিগাল , লিগ্যাল এক্সিকিউটিভ বিজয়া গাড্ডে , জেনারেল কাউন্সেল শিন এজেটকে বহিস্কার করলেন তিনি। সংস্থার ৭৫০ জন কর্মীর ৭৫% কে ছাঁটাই করার ঘোষণা করেছেন তিনি।
কোভিড – এর সময় বিশ্বে যক্ষা রোগী বেড়েছে ৪.৫ % । বিশ্বে মোট ১ কোটি ৬০ লক্ষ যক্ষা রোগীর ২৮% ভারতে। এই তথ্য প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।