প্রাথমিক স্কুলের টেট পরীক্ষার প্রস্তুতি সেট

2114
0
Current Affairs 24th November

রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানোর জন্য শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা হবে আগামী ১১ ডিসেম্বর ২০২২ তারিখে। পরীক্ষার প্রস্তুতির সুবিধার জন্য প্রশ্নোত্তরের প্র‌্যাক্টিস সেট দেওয়া হল।

চাইল্ড ডেভলপমেন্ট অ্যান্ড পেডাগগি

১. বয়ঃসন্ধিকালের অন্যতম চাহিদা হল-

(ক) যৌন চাহিদা (খ) নিরাপত্তার চাহিদা (গ) নৈতিক চাহিদা (ঘ) সবকটি ঠিক

২. শিশুর পেশি নিয়ন্ত্রণে আসে সাধারণত কত বছর বয়সে?

(ক) ৩ বছর (খ) ৪ বছর (গ) ৫ বছর (ঘ) ৬ বছর

৩. বংশধারা ও পরিবেশের গুণফল হল ব্যক্তি- এটি কার উক্তি?

(ক) জে বি ওয়াটসন (খ) গ্যালিটন (গ) পিয়ারসন (ঘ) আর এস উডওয়ার্থ

৪. একজন মেধাবী ছাত্র আপনার কাছে থাকা একটি দুর্লভ পুস্তকের জন্য অনুরোধ করলে কী করবেন?

(ক) আপনার কাছে পুস্তকটি আছে এটা অস্বীকার করবেন (খ) আপনি যুক্তি দেখাবেন, তাকে বইটি দিলে সকলকে দিতে হবে যা আপনার পক্ষে সম্ভব নয় (গ) নির্দিষ্ট সময়ের জন্য পুস্তকটি ছাত্রটিকে দেবেন (ঘ) পুস্তকটি কেনার জন্য ছাত্রটিকে প্রকাশকের নাম ঠিকানা বলে দেবেন

৫. বৃদ্ধি ও বিকাশের ধারাবাহিকতা-

(ক) সর্বত্র প্রায় এক (খ) পরিবেশের উপর নির্ভর করে (গ) পুষ্টির উপর নির্ভর করে (ঘ) কোনোটিই সঠিক নয়

৬. সামাজিকীকরণ-

(ক) একটি শিখন প্রক্রিয়া (খ) একটি স্বতঃস্ফুর্ত প্রক্রিয়া (গ) পরিণমনের ফলে ঘটে (ঘ) উপরের কোনোটিই নয়

৭. বুদ্ধির সঙ্গে শিক্ষাগত পারদর্শিতার সম্পর্ক-

(ক) খুবই গভীর (খ) গভীর (গ) মাঝামাঝি (ঘ) অল্প

৮. শিক্ষক পাঠদান কালে-

(ক) বালক ও বালিকাদের মধ্যে কোনো পার্থক্য করবেন না (খ) বালকেরা সাধারণত বহির্মুখী হয় তাই তাদের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন (গ) বালিকারা সাধারণত অন্তর্মুখী হয় তাই তাদের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন (ঘ) পরিস্থিতি অনুযায়ী বিবেচনা করবেন

৯. নিচের কোনটি সঠিক?

(ক) বুদ্ধি সহজাত (খ) বুদ্ধি অর্জিত (গ) বুদ্ধি সহজাত ও অর্জিত (ঘ) বুদ্ধি অর্জিত ও অনুশীলন সাপেক্ষ

১০. নিচের কোনটি ব্যক্তিত্ব বিকাশের প্রক্রিয়া নয়?

(ক) শিখন (খ) পেষণা (গ) পরিণমন (ঘ) সমন্বয়করণ

১১. শিক্ষাগত পারদর্শিতার পার্থক্যের কারণ হল-

(ক) বুদ্ধি (খ) প্রবণতা (গ) পাঠাভ্যাস (ঘ) সবগুলি সঠিক

১২. পরিকল্পিত নির্দেশদানের মাধ্যমে শিক্ষণ-উদ্দেশ্য হল

(ক) জ্ঞানমূলক (খ) মনশ্চালনমূলক (গ) অনুভতিমূলক (ঘ) সবগুলি সঠিক

১৩. শিশুকেন্দ্রিক শিক্ষার বিকাশে যে সমস্ত জ্ঞানের বিষয়ের অবদান আছে তার মধ্যে অন্যতম হল-

(ক) মনোবিদ্যা (খ) জীববিদ্যা (গ) সমাজবিদ্যা (ঘ) সবগুলি সঠিক

১৪. একটি শিক্ষকের পারদর্শিতার গুণাঙ্ক ১২০ এবং মানসিক বয়স ১০। তার শিক্ষাগত বয়স কত?

(ক) ১০ বছর (খ) ১২ বছর (গ) ১১ বছর (ঘ) ১৪ বছর

১৫. কীভাবে প্রতিভাবানদের চেনা যায়?

(ক) এদের বুদ্ধ্যঙ্ক ১৪০ বা তার বেশি (খ) এরা সাধারণত দয়ালু, সৎ এবং পরার্থবাদী হয় (গ) এরা দূরদৃষ্টি সম্পন্ন হয় (ঘ) সবগুলি সঠিক

উত্তর

১. (ক) ২. (গ) ৩. (ঘ) ৪. (গ) ৫. (ক) ৬. (ক) ৭. (গ) ৮. (ক) ৯. (গ) ১০. (খ) ১১. (ঘ) ১২. (ঘ) ১৩. (ঘ) ১৪. (খ) ১৫. (ঘ)

 

প্রথম ভাষা: বাংলা

১. সন্ধি বিচ্ছেদ করুন: হিমালয়

(ক) হিম+আলয় (খ) হিম+লয় (গ) হিমা+আলয় (ঘ) হিমা+লয়

২. শুদ্ধ বানানটি চিহ্নিত করুন:

(ক) দ্বরোজা (খ) সর্বজনীন (গ) ঘড়বারি (ঘ) অনুত্যানুসারে

৩. প্রায় সমোচ্চারিত শব্দের নিচের জোড়গুলির মধ্যে কোনটির অর্থ ঠিক?

(ক) আসন: ঠাট, অশন: উপবাস (খ) অবিহিত: কথিত, অভিহিত: অন্যায় (গ) অংস: কাঁধ, অংশ: ভাগ (ঘ) বিকৃত: যা বিক্রি হয়ে গেছে, বিক্রীত: অত্যন্ত বিকার ঘটেছে যাতে

৪. বাংলায় কটি স্পর্শবর্ণ আছে?

(ক) ২০টি (খ) ২৫টি (গ) ৩০টি (ঘ) ৩৫টি

৫.  `বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই’- চিহ্নিত অংশটি কোন কারক?

(ক) কর্তৃ (খ) কর্ম (গ) করণ (ঘ) অধিকরণ

৬. এককথায় প্রকাশ করুন: পূর্ব জন্মের কথা স্মরণ করতে পারেন যিনি।

(ক) জাতিস্মর (খ) স্মৃতিধর (গ) জন্মান্তরবাদী (ঘ) সর্বজ্ঞ

৭. নিচের কোনটি তৎসম শব্দ নয়?

(ক) মাতা (খ) পিতা (গ) বোন (ঘ) শিক্ষক

৮. নিচের কোনটি সঠিক সমার্থক শব্দ নয়?

(ক) পবন- বায়ু (খ) যামিনী- শশি (গ) শাবক- বাচ্চা (ঘ) আত্মজা- কন্যা

৯. `বর্ণপরিচয়’- কার লেখা?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) রামমোহন রায় (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (ঘ) প্যারিচাঁদ মিত্র

১০. শূন্যস্থান পূরণ করুন: `আমাদের ছোট নদী চলে আঁকেবাঁকে/… মাসে তার হাঁটু জল থাকে’।

(ক) চৈত্র (খ) বৈশাখ (গ) জ্যৈষ্ঠ (ঘ) গরমের

১১. যোগীন্দ্রনাথ সরকারের `হাসিখুশি’ বই অনুযায়ী কোন পাখি ইঁদুরছানাকে ধরে?

(ক) বাজ (খ) চিল (গ) মাছরাঙা (ঘ) ঈগল

১২. বাবুরাম সাপুড়ে কবিতায় সাপুড়েকে কটি সাপ রেখে যেতে বলা হয়েছিল?

(ক) একটি মাত্র (খ) মাত্র দুটি (গ) তিনটি (ঘ) পাঁচটি

১৩. কুমোরপাড়ার গরুর গাড়ি… কবিতায় বক্সীগঞ্জে পদ্মাপারে কী বারে হাট বসে?

(ক) মঙ্গলবারে (খ) বৃহস্পতি (গ) রবিবার (ঘ) শুক্রবারে

১৪. অমল ও দইওয়ালা চরিত্র দুটি রবীন্দ্রনাথের কোন নাটকের?

(ক) মুক্তধারা (খ) ডাকঘর (গ) শ্যামা (ঘ) রক্তকরবী

১৫. সহজপাঠ কার লেখা?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) রামমোহন রায় (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (ঘ) প্যারিচাঁদ মিত্র

উত্তর

১. (ক) ২. (খ) ৩. (গ) ৪. (খ) ৫. (ক) ৬. (ক) ৭. (গ) ৮. (খ) ৯. (গ) ১০. (খ) ১১. (ঘ) ১২. (খ) ১৩. (ঘ) ১৪. (খ) ১৫. (ক)

 

সেকেন্ড ল্যাঙ্গুয়েজ: ইংলিশ

Fill in the blanks to make the sentences meaningfully complete (1 to 6)

1. The police …….. the mob.

(a) disbanded (b) dispersed (c) drove (d) scattered

2. He is too…….. to be deceived easily.

(a) intelligent (b) strong (c) modern (d) kind

3. The sun………at six this morning

(a) arose (b) rose (c) aroused (d) raised

4. I have been ill………last Sunday.

(a) for (b) since (c) from (d) by

5. He has invited some of his friends……… tea.

(a) for (b) on (c) at (d) to

6.It…….. too cold for us to go out last night, so we stayed at home.

(a) had been (b) has been (c) was (d) used to be

Choose the word which can be substituted for the given phrase/ sentence (7 to 8)

7. A group of three novels or plays, each complete in itself, but related to each other in subject or theme.

(a) Triplet (b) Triumvir (c) Trilogy (d)Trivet

8. One who talks very little?

(a) Reserved (b) Mute (c) Phlegmatic (d) Stoic

Below each sentence some alternatives are given which can substitute the underlined part. Find out the choice which can correctly substitute that part of the sentence (9 to 11)

9. He is extraordinarily clever at mimicking his friends.

(a) clever to mimic (b) clever for mimicking (c) clever in mimicking (d) No improvement

10. My mother asked me when would I have a glass of milk.

(a) I shall (b) I would (c) I will (d) No improvement

11. Neither of the three boys came.

(a) No one (b) None (c) Nil (d) No improvement

Chose the word nearest in meaning to the given word (12 to 13)

12. ADMIT

(a) Adjourn (b) Confess (c) Relate (d) Commit

13. COY

(a) Beautiful (b) Sweet (c) Talented (d) Shy

Chose the word opposite in meaning to the given word (14 to 15)

14. SHAME

(a) Glorify (b) Exalt (c) Dignify (d) Enshrine

15. MANAGE

(a) Direct (b) Avail (c) Bungle (d) Wild

ANSWERS

1. (b) 2. (a) 3. (b) 4. (b) 5. (d) 6. (c) 7. (c) 8. (a) 9. (c) 10. (b) 11. (b) 12. (b) 13. (d) 14. (b) 15. (c)

 

এনভায়রনমেন্টাল স্টাডিজ

১. কোন হরাইজনে জলের স্তর দেখা যায়?

(ক) ও (খ) এ (গ) বি (ঘ) আর

২. পরিবেশের সঙ্গে জীবের পরিবর্তিত হওয়ার ক্ষমতাকে বলে?

(ক) অভিযোজন (খ) অভিব্যক্তি (গ) বাস্তুতন্ত্র (ঘ) বংশগতি

৩. পরিবেশের বায়োটিক কম্পোনেন্ট হল-

(ক) উদ্ভিদ ও প্রাণী (খ) জল ও বায়ু (গ) আলোক ও তাপমাত্রা (ঘ) ওজোন ও আর্গন

৪. জীবহীন নতুন ভখণ্ডে উদ্ভিদ ও প্রাণীর বিস্তারকে বলে-

(ক) ডিলিশান (খ) সাক্সেসন (গ) ইলেশান (ঘ) ভিশান

৫. জাপানে মিনমাটা বিপর‌্যয় ঘটে কী কারণে?

(ক) পারদ সংক্রমিত মাছ খাওয়ার ফলে (খ) রাসায়নিক সারের ফলে (গ) জলে ক্যাডমিয়ামের ফলে (ঘ) জলে আর্সেনিকের ফলে

৬. পার্বত্য অঞ্চলে প্রধান পরিবেশ বিপর্যয় হল-

(ক) বন্যা (খ) খরা (গ) সাইক্লোন (ঘ) ভূমিস্খলন

৭. ভারতের সাইক্লোন, খরা ও ভূমিকম্পপ্রবণ রাজ্য হল-

(ক) পশ্চিমবঙ্গ (খ) বিহার (গ) গুজরাত (ঘ) মণিপুর

৮. অরণ্য নিধনের ফলে যে সমস্ত প্রাকৃতিক সমস্যার সৃষ্টি হয় তার মধ্যে প্রধান হল-

(ক) ভমিকম্প (খ) আগ্নেয়গিরি (গ) বন্যা (ঘ) খরা

৯. কসমোজোয়া হল একটি-

(ক) মহাবিশ্বের অবিনাশী জীবরেণু (খ) ব্ল্যাকহোল (গ) উজ্জ্বল নক্ষত্র (ঘ) উল্কাপিণ্ড

১০. পেপটাইড বন্ধন দেখা যায় কোথায়?

(ক) প্রোটিনের গঠনে (খ) ক্ষারের গঠনে (গ) শর্করার গঠনে (ঘ) স্নেহদ্রব্যের গঠনে

১১. ভমিকম্পের কেন্দ্রস্থলকে বলে-

(ক) ফোকাস (খ) আই (গ) প্লেট (ঘ) জোন

১২. পশ্চিমবঙ্গে গন্ডারের জন্য বিখ্যাত অঞ্চল কোনটি?

(ক) সজনেখালিত (খ) সুন্দরবন (গ) গরুমারা (ঘ) জলদাপাড়া

১৩. জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা কে?

(ক) সক্রেটিস (খ) প্লেটো (গ) অ্যারিস্টটল (ঘ) ম্যালথাস

১৪. স্যান্ডফ্লাই বাহিত রোগের নাম কী?

(ক) টাইফয়েড (খ) কলেরা (গ) জন্ডিস (ঘ) কালাজ্বর

১৫. জাপানের নাগাসাকিতে যে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল তার নাম কী ছিল?

(ক) ফ্যাটম্যান (খ) গ্যাংম্যান (গ) স্টান্টম্যান (ঘ) জ্যামন

উত্তর

১. (ঘ) ২. (ক) ৩. (ক) ৪. (খ) ৫. (ক) ৬. (ঘ) ৭. (গ) ৮. (গ) ৯. (ক) ১০. (ক) ১১. (ক) ১২. (ঘ) ১৩. (ঘ) ১৪. (ঘ) ১৫. (ক)

 

ম্যাথমেটিক্স

১. কোনো বিশেষ প্রকার মিশ্রসারে ইউরিয়া ও পটাশের অনুপাত 2:5। এরূপ 14 কেজি মিশ্রসারে 2 কেজি ইউরিয়া মেশালে নতুন মিশ্রসারে ইউরিয়া ও পটাশের অনুপাত কী হবে?

(ক) 3:5 (খ) 1:5 (গ) 2:5 (ঘ) 5:3

২. 60 টাকা কিগ্রা দরের চায়ের সঙ্গে 40 টাকা কিগ্রা দরের চা কী অনুপাতে মিশিয়ে মিশ্রিত চায়ের প্রতি কিগ্রা 52 টাকা দরে বিক্রয় করলে লাভ বা লোকসান কিছুই হবে না?

(ক) 5:2 (খ) 3:2 (গ) 3:4 (ঘ) 2:1

 

উত্তর

১. (ক) ২ (খ)

Click here to download the PDF