কারেন্ট অ্যাফেয়ার্স ২ নভেম্বর ২০২২

449
0
daily current affairs
Courtesy: NDTV Sports

আন্তর্জাতিক
  • শূন্যে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার প্রতিযোগিতায় নেমেছে দুই কোরিয়া। দুদেশের মধ্যে তুমুল উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনার সূত্রপাত মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া ‘ভিজিল্যান্ট স্ট্রম’ ঘিরে । এই সামরিক মহড়ায় আপত্তি জানিয়েছিল উত্তর কোরিয়া। তাতে আমল না দিয়ে কয়েকশ যুদ্ধবিমান নিয়ে মহড়া চলানো হয়। তার জবাবে এদিন ১৭টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। তার সবগুলোই ছিল দক্ষিণ কোরিয়ার সীমান্ত ঘেঁষে। একটা ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ে দক্ষিণ কোরিয়ার সীমানার মাত্র ৫৭ কিলোমিটার দূরে। সীমান্তের বাফার জোনেও লাগাতার গুলি চলে । এরপর দক্ষিণ কোরিয়াও উত্তরের সীমানা ঘেঁষে তিনটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। ওই এলাকায় আন্তর্জাতিক বিমান চলাচলও কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়।
  • চিন সফর করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তারপর দুদেশের যৌথ বিবৃতি প্রকাশিত হল। ভারতের আপত্তি উপেক্ষা করে পাক অধিকৃত কাশ্মীরের ওপর দিয়ে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর তৈরির কাজ দ্রুত শুরুর প্রস্তাব নেওয়া হয়েছে সেখানে।
  • নেপালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর। প্রসঙ্গত, গত ১৬ বছরে মোট ১৩ বার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নেপালে। একবারও কোনও সরকার মেয়াদ সম্পূর্ণ করতে পারেনি।
 জাতীয়
  • অবৈধ খনি মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীকে জেরার জন্য ইডি-এর সমন জারি করা বিরল ঘটনা।
  • শিশুবান্ধব থানা। বেলুন, রংবেরঙের কাগজে সাজানো ১৬টি শিশুবান্ধব থানার উদ্বোধন হল ওড়িশায় । এরকম আরও ১৮ টি শিশুবান্ধব থানা খোলা হবে বলে জানানো হয়েছে।
খেলা
  • টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে জিম্বাবোয়েকে ৫ রানে হারিয়ে দিল নেদারল্যান্ডস। প্রতিযোগিতা থেকে কার্যত ছিটকে গেল জিম্বাবোয়ে । অন্য ম্যাচে ভারত ৫ রানে হারিয়ে দিল বাংলাদেশকে। এদিন ৪৪ বলে ৬৪ রান করে ম্যান অব দ্য ম্যাচ হলেন বিরাট কোহলি। টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ রানের নজির গড়লেন তিনি। ২৫ ম্যাচে ২৩ ইনিংসে তাঁর সংগ্রহ ১০৬৫ রান । তিনি পিছনে ফেললেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনের ৩৩ ম্যাচে ১০১৬ রানের রেকর্ড। এই বিশ্বকাপের ৪ ম্যাচে ভারতের সূর্য কুমার যাদবের রান হল ১৬৪। তিনি আইসিসি টি টোয়েন্টি পুরুষ ব্যাটারদের রাঙ্কিংয়ে এক নম্বর স্থানে উঠে এলেন।
বিবিধ 
  • এলা ভট্ট (৮৯) প্রয়াত হলেন। তিনি গান্ধীবাদী সমাজকর্মী । তিনি সেল্ফ এম্পলয়েড উইমেন্স এসোসিয়েশনের ( সেবা ) প্রতিষ্ঠাতা ও উইমেন্স ওর্যাল্ড ব্যাঙ্কের সহ-প্রতিষ্ঠাতা।
  • টুইটার -এর ভেরিফায়েড একাউন্ট এর নীল টিকের জন্য বছরে ৮ ডলার খরচ করতে হবে বলে জানালেন সংস্থার প্রধান ইলন মাস্ক।
  • পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পাঠক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্স অন্তর্ভুক্ত হতে পারে বলে জানানো হল।

কারেন্ট অ্যাফেয়ার্স ১ নভেম্বর ২০২২