কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ নভেম্বর ২০২২

380
0
daily current affairs

আন্তর্জাতিক 
  • ইন্দোনেশিয়ার বালিতে সমাপ্ত হল জি ২০ শীর্ষ সম্মেলন। এদিন রাষ্ট্রপ্রধানরা পরিদর্শন করলেন স্থানীয় ম্যানগ্রোভ অরণ্য ‘তামান হুতান রায়া নুগুরা রাই’। ম্যানগ্রোভ চারা রোপন করলেন তাঁরা। এই শীর্ষ সম্মেলন থেকে যে বিবৃতি ঘোষণা করা হয়েছে সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলা কথারই প্রতিফলন ঘটেছে। তিনি রাশিয়ার ইউক্রেন আক্রমণ নিয়ে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করে বলেছিলেন, ‘এখন যুদ্ধের সময় নয়’। ঠিক সেই ভাষাতেই শীর্ষ সম্মেলনের বিবৃতি লেখা হয়েছে। বস্তুত রাশিয়ার ইউক্রেন আক্রমণ নিয়ে জি ২০ গোষ্ঠীভুক্ত দেশগুলি দুভাগে বিভক্ত হয়ে পড়েছে। একদিকে ইউরোপ , মার্কিন যুক্তরাষ্ট্র অন্যদিকে ব্রাজিল, চিন, সৌদি আরব, ইন্দোনেশিয়ার মতো দেশ । সেখানে এই সম্মেলনে মধ্যপন্থা অবলম্বনের পথ দেখাল ভারত । ঘটনাচক্রে এদিনই ইন্দোনেশিয়ার হাত থেকে একবছরের জন্য জি ২০ গোষ্ঠীর সভাপতিত্ব পেল ভারত। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডো আনুষ্ঠানিকভাবে সভাপতিত্বের প্রতীকী হাতুড়ি তুলে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। ২০২২ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৩ সালের  ৩০ নভেম্বর পর্যন্ত এই দায়িত্ব পালন করবে ভারত । নরেন্দ্র মোদী জানিয়েছেন, ‘এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ’কে থিম রেখে এগিয়ে যাওয়া হবে।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন বলে ঘোষণা করলেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি তথা রিপাবলিকান দলের নেতা ডোনাল্ড ট্রাম্প ।
 জাতীয় 
  • ইন্দোনেশিয়ার বালিতে জি ২০ শীর্ষ সম্মেলনের অবসরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলাদাভাবে বৈঠক করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানোজি , জার্মান চ্যান্সেলর ওলাফ শোলেটজ , ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাকঁর – এর সঙ্গে। সুনক ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর সঙ্গে এটাই প্রথম বৈঠক মোদীর। ভারতীয়দের জন্য বছরে তিন হাজার ভিসা দেওয়ার ঘোষণা করেছেন সুনক।
  • রেলে সুপারভাইজার, স্টেশন মাস্টার প্রভৃতি বিভিন্ন পদ থেকে গ্রুপ এ- এর বিভিন্ন পদে পদোন্নতির সুযোগ মিলবে । এই সিদ্ধান্ত জানালেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ।
 খেলা
  • আসন্ন বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় যে বল দিয়ে খেলা হবে তার নাম রাখা হয়েছে আল রিহলা। আরবি ভাষায় আল রিহলা শব্দের অর্থ যাত্রা বা জার্নি। ফিফা গত ৩০ মার্চ বলটি প্রকাশ্যে এনেছিল।
  • রেকর্ড গড়লেন তোশিশুকে কানাজাওয়া । ৮৬ বছর বয়সে বডি বিল্ডিং প্রতিযোগিতায় অংশ নিয়ে এই রেকর্ড গড়লেন তিনি ।
বিবিধ 
  • মার্কিন যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে নাসার স্পেস লঞ্চ সিস্টেম রকেটের মাধ্যমে চাঁদের দিকে রওনা দিল একটি মানববিহীন মহাকাশযান। ২৫ দিনে অভিযান সম্পূর্ণ করে ফিরে আসার কথা এই যানের। এই অভিযান সফল হলে চাঁদে মানুষ পাঠানোর জন্য উদ্যোগী হবে নাসা
  • স্মার্টফোন, ল্যাপটপ , ট্যাবলেট ইত্যাদি সব বৈদ্যুতিন যন্ত্রে একইরকম চার্জার ব্যবহারের প্রস্তাবে সম্মত হল শিল্পমহল ।
  • ব্রিটেনে অক্টোবর মাসে মূল্যবৃদ্ধির হার হয়েছে ১১.১% যা গত ৪১ বছরের মধ্যে সবথেকে বেশি ।