ইউক্রেনের নিপ্রো শহরের জ্বালানি উৎপাদন কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। এর ফলে শহরের নাফতগজ জ্বালানি কেন্দ্র কার্যত ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস স্মিহাল।
হিজাব বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ইরান। পুলিশের হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর থেকে এই আন্দোলনের সূচনা। এবার তা তিনমাস অতিক্রম করে গেল। গতকাল এক বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে ৫ জনের মৃত্যু হয়েছিল। একটি মানবাধিকার সংগঠনের দাবি , বিক্ষোভ আন্দোলন দমাতে পুলিশের হাতে তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
জাতীয়
পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হচ্ছেন একজন প্রাক্তন আমলা। তিনি প্রাক্তন আইএএস তথা মেঘালয়ের প্রাক্তন উপদেষ্টা তথা কেরলের মুখ্যমন্ত্রীর প্রাক্তন সচিব সিভি আনন্দ বোস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে বলেন ‘ম্যান অব আইডিয়া’। কর্মজীবনে তিনি ২৯টি জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। ছাত্রজীবনে তিনি ১৫টি স্বর্ণ পদকসহ শতাধিক পুরস্কার পেয়েছেন। ব্যাঙ্ক অফিসার হিসেবে তিনি কর্মজীবন শুরু করেছিলেন কলকাতায়। প্রসঙ্গত , পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার পর এ রাজ্যের অস্থায়ী রাজ্যপাল হিসাবে দায়িত্ব পেয়েছিলেন লা গণেশন।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করল অনুব্রত মন্ডলকে। তিনি বর্তমানে সিবিআই-এর হেফাজতে ছিলেন।
খেলা
বিজয় হাজারে ট্রফির ম্যাচে বাংলা ৯৮ উইকেটে হারিয়ে দিল পন্ডিচেরিকে। অপরাজিত শতরান করলেন বাংলার অনুষ্টুপ মজুমদার।
১৯ কোটি টাকায় বিক্রি হল ঐতিহাসিক একটি ফুটবল । ১৯৮৬ সালে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে ইংল্যান্ডের বিপক্ষে এই বলটি দিয়েই আর্জেন্টিনার দিয়েগো মারাদোনা গোল করেছিলেন । সেই বিতর্কিত গোলটিতে ঈশ্বরের হাত ( হ্যান্ড অব গড ) রয়েছে বলে দাবি করেছিলেন মারাদোনা ।
বিবিধ
উইলিয়াম শেক্সপিয়ার জীবিত থাকা অবস্থায় একটি মাত্র ছবিই আঁকা হয়েছিল। ১৬০৮ ক্রিস্টাব্দে ওই ছবি আঁকেন তখনকার ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের সভাশিল্পী রবার্ট পিক। নানা হাত ঘুরে এদিন একটি নিলাম কেন্দ্র থেকে ১ কোটি পাউন্ডে সেটি বিক্রি হল। ভারতীয় মুদ্রায় তার মূল্য ৯৬ কোটি টাকা।
৬৫ তম গ্রামির বেস্ট ইমারসিভ অডিও বিভাগে মনোনয়ন পেয়েছেন রিকি কেজ। ‘ডিভাইন টাইডস’ অ্যালবামের জন্য গ্রামির মনোনয়ন পেয়েছেন তিনি। রিকি হলেন প্রথম ভারতীয় যিনি তৃতীয় বার গ্রামির মনোনয়ন পেলেন।