কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ ডিসেম্বর ২০২২

435
0
daily current affairs
Courtesy: The Statesman

আন্তর্জাতিক

  • বিশ্বের বিভিন্ন দেশে ২০২১ সালে কারাবন্দি সাংবাদিকদের সংখ্যা ছিল ৪৮৮ জন। এবছর ইতিমধ্যেই তা অতিক্রান্ত হয়েছে। ২০২২ সালে কারাবন্দি সাংবাদিকদের সংখ্যা হয়েছে ৫৩৩। চিন, মায়ানমার, ইরান, ভিয়েতনামে এবছর এখনও পর্যন্ত কারাবন্দি করা হয়েছে যথাক্রমে ১১০, ৬২ ,৪৭ ও ৩৯ জন সাংবাদিককে।
  • ইরানে হিজাব বিরোধী আন্দোলনে তৃতীয় জনকে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলালো প্রশাসন। তাঁর নাম মাজিদরেজা রাহনা ভার্ডক। এদিকে হিজাব নিয়ে সরকারের কঠোর নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখানোয় অন্তত ৪০০ জনকে ১০ বছরের কারাদন্ড দিল ইরানের আদালত।
  • মালয়েশিয়া এয়ারলাইন্সের এম এইচ ৩৭০ মাঝ আকাশে নিখোঁজ হয়ে যাওয়ার রহস্য এখনও একটা ধাঁধা। ২০১৪ সালের ১৮ মার্চ বিমানটি কুয়ালালামপুর থেকে বেজিং যাচ্ছিল । ২২৭ জন যাত্রী ও ১২জন কর্মী ছিলেন বিমানে। এবার একটা ধ্বংসাবশেষ (ল্যান্ডিং গিয়ার) খুঁজে পেয়ে বিশেষজ্ঞরা অনুমান করছেন ,বিমান চালক বুঝেশুনেই বিমানটির মুখ  নীচের দিকে ঘুরিয়েছিলেন।

জাতীয়

  • বিরোধ নিষ্পত্তির জন্য মুখোমুখি আলোচনায় বসল মহারাষ্ট্র ও কর্ণাটক। এদিন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, এবং কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের মধ্যে আলোচনা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস এবং কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী অর্ঘ্য জ্ঞানেন্দ্র। সম্প্রতি কর্ণাটক সীমান্তে অবস্থিত কন্নড়ভাষী ১১টি গ্রাম মহারাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে কর্নাটকের সঙ্গে যুক্ত হওয়ার আবেদন জানায়। তার জেরে দুই রাজ্যের সম্পর্কের অবনতি হয়।
  • বিহারের ছাপড়ায় বিষ মদ পান করে প্রাণ হারালেন ২০ জন। এই সংখ্যা আরও বাড়তে পারে । বিহারের দোলিয়া গ্রামের ইসুয়াপুর ও ইয়াদু মোড়ের মশরক এলাকায় ঘটেছে ঘটনাটি। যদিও বিহারে মদ নিষিদ্ধ । কিন্তু সেখানে বারবার ঘটছে বিষ মদ পান করে প্রাণহানির ঘটনা।
  • আসানসোলের রামকৃষ্ণডাঙালে কম্বল বিলির একটি অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন তিন জন।

খেলা

  • কাতার বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন দল ফ্রান্স ২-০ গোলে হারিয়ে দিল মরক্কোকে। ফাইনালে তারা মুখোমুখি হবে আর্জেন্টিনার। এদিকে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি জানালেন, বিশ্বকাপ ফাইনাল খেলেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন তিনি। বর্তমানে বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার ক্ষেত্রে জার্মান ফুটবলার লোথার ম্যাথেউজের সঙ্গে এক আসনে রয়েছেন মেসি। দুজনেই খেলেছেন ২৫টি করে ম্যাচ।
  • চট্টগ্রাম টেস্টে ভারত প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করল ২৭৮ রান। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত।  চোটের কারণে এই ম্যাচে রোহিত শর্মা না খেলায় ভারতের অধিনায়ক করা হয়েছে লোকেশ রাহুলকে।  প্রথম ইনিংসে ৮২ রান করে অপরাজিত রয়েছেন শ্রেয়স আয়ার। ২০২২ সালে তিনটি ফরম্যাট মিলিয়ে ৩৮টি ইনিংসে ১৪৮৯ রান করেছেন শ্রেয়স। এক ক্যালেন্ডার বছরে তা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ । চেতেশ্বর পূজারা করেছেন ৯০ রান।
  • মহিলাদের টি টোয়েন্টি ম্যাচে ভারত ২১ রানে হেরে গেল অস্ট্রেলিয়ার কাছে ।
  • রঞ্জি ট্রফিতে অভিষেক ম্যাচে শতরান করার নজির ছিল শচীন তেন্ডুলকরের । একই কীর্তি স্থাপন করলেন তাঁর ছেলে অর্জুন । গোয়ার হয়ে রাজস্থানের বিরুদ্ধে অর্জুন তেন্ডুলকরের সংগ্রহ ১২০ রান।

 

বিবিধ

  • ভারতে হোয়াটসআ্যপ পে-সংস্থার শীর্ষ কর্তা বিনয় চোলেট্টি পদত্যাগ করলেন । চোলেট্টি এর আগে, আইটিসি, সিটিব্যাঙ্ক, আমেরিকান এক্সপ্রেস, আমাজন প্রভৃতি সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন।
  • দেশে পাইকারি বাজারে নভেম্বর মাসে মূল্যবৃদ্ধির হার হল ৫.৮৫ % , যা গত ২১ মাসের মধ্যে সর্বনিম্ন।