কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ ডিসেম্বর ২০২২

286
0
daily current affairs
Courtesy: Hindustan Times

আন্তর্জাতিক
  • নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন পুষ্পকুমার দহল ওরফে প্রচন্ড। এই নিয়ে তিনি তৃতীয় বার নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। তাঁকে শপথ বাক্য পাঠ করালেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী। উপপ্রধানমন্ত্রী হলেন তিনজন। ২০২৫ সালে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন কে পি ওলি।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে প্রাণ হারালেন ৩৪ জন। শীতের সময়ে এই তুষার ঝড়কে সেখানে বলা হয় ‘সাইক্লোন বম্ব’। এদিকে টেক্সাসের গভর্নর শরণার্থী বোঝাই তিনটি বাস পাঠিয়ে দিলেন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের বাড়ির সামনে। হ্যারিসের শরণার্থী নীতির প্রতিবাদ জানাতে এই পদক্ষেপ গ্রহণ করেন তিনি।
  • পুনরায় তাইওয়ানে সামরিক মহড়া চালালো চিন। তাইওয়ানের আকাশে ২৪ ঘন্টা ধরে টহল দিল চিনের ৭১টি যুদ্ধ বিমান। জলপথে তাইওয়ানের কাছে পৌঁছে গেল ৭ টি চিনা যুদ্ধজাহাজও।
জাতীয়
  • ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি। রাশিয়ার ওপর যুদ্ধ বন্ধের জন্য চাপ সৃষ্টি করতে ভারতকে অনুরোধ করলেন তিনি। জি ২০ গোষ্ঠীর সভাপতি হিসেবে ভারতের সাহায্য চেয়েছেন তিনি।
  • অভিনেতা সুশান্ত সিং রাজপুত খুন হয়েছেন না আত্মহত্যা করেছেন, সেই বিতর্ক পুনরায় জেগে উঠল। ২০২০ সালের জুন মাসে মুম্বইয়ের একটি অভিজাত আবাসন থেকে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। তখন পুলিশের প্রাথমিক তদন্তে বলা হয়েছিল, আত্মহত্যাই করেছেন সুশান্ত। যদিও তাঁর পরিবার দাবি করে, খুন করা হয়েছিল অভিনেতাকে। মু্ম্বই পুলিশের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এবং সিবিআই সুশান্তের মৃত্যুর তদন্ত করেছিল। কিন্তু খুনের অভিযোগ প্রমাণিত হয়নি। মুম্বইয়ের কুপার হাসপাতালেই ময়নাতদন্ত হয়েছিল তাঁর। ওই হাসপাতালের মর্গের এক কর্মী রূপকুমার শাহ এদিন একটি টেলিভিশন চ্যানেলে দাবি করলেন, সুশান্তের দেহে এবং গলায় একাধিক ক্ষতের দাগ ছিল।এই দাবি থেকে পুনরায় খুনের অভিযোগ মান্যতা পেতে পারে বলে মনে করা হচ্ছে।
  • আরব সাগরের বুকে ভারতের জলসীমায় পাকিস্তানের একটি জলযান থেকে উদ্ধার হল বিপুল পরিমান মাদক। আল সোহেলি নামে ওই জলযান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৪০ কিলোগ্রাম মাদক। যার বাজারমূল্য প্রায় ৩০০ কোটি টাকা।কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে।গুজরাট উপকূলে ওই জলযানে তল্লাশি চালায় ভারতের উপকূলরক্ষী বাহিনী ও গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখা।
  • পালিত হল প্রথম ‘বীর বাল দিবস’। গুরু গোবিন্দ সিংয়ের সন্তান বাবা জোরওয়ার সিং ও বাবা ফতে সিংয়ের সাহস ও পরাক্রমকে শ্রদ্ধা জানাতে এই দিনটি পালন করা হচ্ছে।
 খেলা
  • মেলবোর্ন পার্কে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৮৯ রান করল দক্ষিণ আফ্রিকা। টেস্ট ক্রিকেটে প্রথমবার এক ইনিংসে ৫ উইকেট নিলেন অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের এটি শততম টেস্ট।
  • পাকিস্তান সফরে এল নিউজিল্যান্ড । করাচিতে প্রথম টেস্টে পাকিস্তান প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে করল ৩১৭ রান । প্রথম দিনের শেষে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম অপরাজিত আছেন ১৬১ রানে। এদিন ক্রিকেটে নিজের নবম শতরান করলেন বাবর।এক ক্যালেন্ডার বছরে পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে সবথেকে বেশি রান করার (২৫৪০+) রেকর্ড করলেন তিনি ।
 বিবিধ
  • এবার পশ্চিমবঙ্গে চালু হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। চলবে হাওড়া-নিউ জলপাইগুড়ি স্টেশনের মধ্যে । এই ৭৫৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে বন্দে ভারত সময় নেবে সাড়ে সাত ঘণ্টা । সেখানে শতাব্দী এক্সপ্রেস এই দূরত্ব অতিক্রম করতে পারে ৮ ঘন্টা ২০ মিনিটে। এই রুটে সর্বোচ্চ ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ট্রেনটি চলবে। স্টপেজ একটি, মালদহ টাউন।
  • আর্থিক প্রতারণা মামলায় এবার ভিডিয়োকনের মালিক বেণুগোপাল ধুতকেও গ্রেফতার করল সিবিআই। আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে ৩ হাজার ২৫০ কোটি টাকার ঋণ নিয়ে তা শোধ না করার অভিযোগ উঠেছে বেণুগোপালের বিরুদ্ধে। ওই মামলায় গত সপ্তাহেই আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও তথা প্রাক্তন এমডি ছন্দা কোছরকে গ্রেফতার করেছে সিবিআই। পাশাপাশি তাঁর স্বামী দীপক কোছরকেও গ্রেফতার করেছে সিবিআই।
  • তালিবান শাসকদের ফতোয়ায় আফগানিস্তানে মেয়েদের জন্য বন্ধ হয়ে গেছে উচ্চশিক্ষার দরজা। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্লাস বন্ধ করে দিলেন।