কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ জানুয়ারি ২০২৩

325
0
daily current affairs
Courtesy: The Economic Times

ন্তর্জাতিক 
  • মার্কিন মুলুকের ক্যালিফোর্নিয়ায় চিনা নববর্ষের উৎসবে আততায়ী হামলার স্মৃতি পুরনো হওয়ার আগেই ফের বন্দুকবাজের দৌরাত্ম্য মার্কিন যুক্তরাষ্ট্রে। একদিনে তিনটি পৃথক হামলায় মৃত্যু হয়েছে অন্তত ন’জনের।তারমধ্যে আইওয়া প্রদেশের ডেস মোইনেস শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে হানা দেয় সশস্ত্র আততায়ীরা। স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে তারা। দুষ্কৃতীদের গুলিতে জখম হয় দুই ছাত্র-সহ তিন জন। পরে ওই দুই ছাত্রের মৃত্যু হয়। চলতি বছরের প্রথম তিন সপ্তাহের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে আততায়ীর গুলিতে প্রাণহানির সংখ্যা হয়েছে ৩৯।
  • রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কমিশনের রিপোর্ট প্রকাশিত হল। ঘটনাচক্রে এদিনই ইউক্রেনে রুশ হামলার ১১ মাস পূর্ণ হয়েছে। রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কমিশনের এই  রিপোর্টে বলা হয়েছে,  ১১ মাসের রুশ হানাদারিতে ইউক্রেনে ১৮ হাজারেরও বেশি অসামরিক ব্যক্তি হতাহত হয়েছেন। এঁদের মধ্যে নিহত অন্তত ৭,০৩১ জন।
  • ব্রাজিলে আমাজনের গভীর অরণ্যে গত বছরের জুন মাসে উদ্ধার হয়েছিল ব্রিটিশ সাংবাদিক , গবেষক ডোম ফিলিপিসের (৫৭) মৃতদেহ। ব্রাজিলের পরিবেশ কর্মী ব্রুনো পেরেইরার দেহও সেখানে উদ্ধার হয়। তদন্ত চালিয়ে ব্রাজিলের পুলিশ জানিয়েছে, মাদক মাফিয়া ও চোরাই কারবারিরাই তাঁদের হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের মূল চক্রী মাদক মাফিয়া রুবেন ডি সিলভা ওরফে কলম্বিয়া।

 

জাতীয়
  • মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সশস্ত্র গোষ্ঠী পিএলএফআই (পিপলস লিবারেশন ফ্রন্ট অব ইন্ডিয়া)-এর বিরুদ্ধে এদিন রাঁচি থেকে ৪০ কিলোমিটার দূরে ঠাকুরগাঁও এলাকায় বড়সড় অভিযান চালাল ঝাড়খণ্ড পুলিশ। গভীর রাতের ওই গুলির লড়াইয়ে নিহত হয়েছেন পিএলএফআইয়ের প্রথম সারির নেতা বিশাল শর্মা ওরফে শাহু। তার মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা।
  • রাজস্থানের কোটায় নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর গড়তে ৪৬৬.৫৯ হেক্টর বনভূমির চরিত্র পরিবর্তন করতে সায় দিল কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের কমিটি।
খেলা
  • শ্রীলঙ্কার পর নিউ জিল্যান্ডকেও একদিনের সিরিজে হোয়াইটওয়াশ করল ভারত । এদিন ভারত সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে কিউয়িদের ৯০ রানে হারিয়ে ৩–০ ব্যবধানে সিরিজ জিতে নিল । একই সঙ্গে নিউজিল্যান্ডের কাছ থেকে একদিনের ক্রিকেটের শীর্ষস্থানও দখল করে নিলেন রোহিত শর্মারা। এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৮৫ রান তুলেছিল ভারত। জবাবে ৪১.২‌ ওভারে ২৯৫ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। এদিন ভারতের হয়ে জোড়া শতরান করেন রোহিত শর্মা (১০১) ও শুভমন গিল (১১২) । তিন বছর পর এক দিনের ক্রিকেটে শতরান করলেন রোহিত শর্মা।তিনি একদিনের ক্রিকেটে রিকি পন্টিংয়ের ৩০টি শতরানের রেকর্ড স্পর্শ করলেন । রিকি পন্টিং  ৩০টি শতরান করেছিলেন ৩৭৫টি ম্যাচ। রোহিত শর্মা  সেই উচ্চতায় পৌঁছলেন ২৪১টি ম্যাচে। ফলে এক দিনের ক্রিকেটে সর্বাধিক শতরানের তালিকায় তৃতীয় স্থানে চলে গেলেন রোহিত। তালিকায় সবার উপরে শচীন তেন্ডুলকর। একদিনের আন্তর্জাতিক ম্যাচে তাঁর ৪৯টি শতরান রয়েছে। তার পরেই বিরাট কোহলির ৪৬টি শতরান। রোহিত তৃতীয় স্থানে রয়েছেন ৩০টি শতরান নিয়ে। অর্থাৎ, এখন  এক দিনের ক্রিকেটে সর্বাধিক শতরানের তালিকায় প্রথম তিনজনই ভারতীয় । এই সিরিজে ম্যান অব দ্য ম্যাচ হলেন শুভমন।  নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে দ্বিশতরান করেছিলেন তিনি । তৃতীয় এক দিনের ম্যাচেও শতরান করলেন  গিল। ৯ দিনের মধ্যেই  বিরাট কোহলির নজির ভেঙে ছুঁয়ে ফেললেন বাবর আজমের রেকর্ড। তিন ম্যাচের দ্বিপাক্ষিক এক দিনের সিরিজে এতদিন সবচেয়ে বেশি রান করার নজির ছিল বাবরের। তাঁকে ছুঁয়ে ফেললেন শুভমন। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজে বাবর করেছিলেন ৩৬০ রান।  সেবার তিন ম্যাচেই শতরান করেছিলেন বাবর ( ১২০, ১২৩ এবং ১১৭ রান )। অর্থাৎ তিন ম্যাচে তাঁর মোট রান ছিল ৩৬০। শুভমন  নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে ২০৮ রান,  দ্বিতীয় ম্যাচে অপরাজিত  ৪০ রান ও তৃতীয় ম্যাচে করেন ১১২ রান । অর্থাৎ, তাঁরও ৩৬০ রান হল। অন্যদিকে শুভমন ভাঙলেন মাত্র ৯ দিন আগে বিরাট কোহলির রেকর্ডও। তিন ম্যাচের দ্বিপাক্ষিক এক দিনের সিরিজে এতদিন ভারতের ক্রিকেটারদের মধ্যে  সবচেয়ে বেশি রান করার নজির ছিল কোহলির। এ মাসের শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে যে সিরিজ খেলা হয়েছিল সেখানেই এই নজির গড়েছিলেন তিনি। তিনটি ম্যাচে কোহলির রান ছিল ১১৩, ৪, ১৬৬ এবং মোট রান ২৮৩। নবাগত শুভমনের এক দিনের ক্রিকেটে চতুর্থ শতরান হয়ে গেল। সঙ্গত কারণেই তাঁকে সিরিজের শ্রেষ্ঠ ক্রিকেটার হিসাবে বেছে নেওয়া হয়েছে।

 

বিবিধ
  • আন্তর্জাতিক দুনিয়ায় নজর কাড়লেন একজন বঙ্গ তনয়। তাঁর নাম শৌনক সেন। তাঁর নির্মিত তথ্যচিত্র একাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছে। অস্কারে সেরা ফিচার তথ্যচিত্রের বিভাগের মনোনয়ন পেল তাঁর ‘অল দ্যাট ব্রিদস’। ২০২২ সালে কান-এ পুরস্কৃত হয়েছিল শৌনক সেনের তৈরি তথ্যচিত্র ‘অল দ্যাট ব্রিদস’। এ বার অস্কারের দৌড়েও  জায়গা করে নিল তরুণ বাঙালি পরিচালকের তৈরি ছবি ‘অল দ্যাট ব্রিদস’। অস্কারের বেস্ট অরিজিনাল সং বিভাগে আগেই মনোনয়ন পেয়েছে এস এস রাজামৌলি পরিচালিত  “আর আর আর” ছবির “নাটু নাটু” গান। ডকুমেন্টারি শর্ট ফিল্ম বিভাগে মনোনয়ন পেয়েছে কার্তিকী গঞ্জাল ভেস পরিচালিত “দ্য এলিফ্যান্ট হুইস্পারাস”।