রেল কোচ ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস

1017
0
RRB Technician Recruitment 2024

রেল কোচ ফ্যাক্টরিতে (কাপুরথালা) ৫৫০ জন অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। আবেদন করা যাবে ৪ মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত (rail apprentice 2023)।

ট্রেড অনুযায়ী শূন্যপদ: ফিটার: ২১৫ (অসংরক্ষিত ১০৯, তপশিলি জাতি ৩২, তপশিলি উপজাতি ১৬, ওবিসি ৫৮)।

ওয়েল্ডার (জিঅ্যান্ডই): ২৩০ (অসংরক্ষিত ১১৬, তপশিলি জাতি ৩৫, তপশিলি উপজাতি ১৭, ওবিসি ৬২)।

মেশিনিস্ট: ৫ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, ওবিসি ১)। পেইন্টার (জি): ৫ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, ওবিসি ১)।

কার্পেন্টার: ৫ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, ওবিসি ১)। ইলেক্ট্রিশিয়ান: ৭৫ (অসংরক্ষিত ৩৮, তপশিলি জাতি ১১, তপশিলি উপজাতি ৬, ওবিসি ২০)।

এসি অ্যান্ড রেফ্রিজেরেটর মেকানিক: ১৫ (অসংরক্ষিত ৮, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪)।

বয়সসীমা: ৩১ মার্চ ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি পাশ সঙ্গে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।

আবেদনের ফি: ১০০ টাকা। অনলাইন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিং/ এসবিআই চালানের মাধ্যমে ফি দিতে হবে।

ট্র্যানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে, ই-রিসিটের প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.rcf.indianrailways.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৪ মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

নোটিসটি দেখতে ক্লিক করুন