স্নাতক যোগ্যতায় ব্যাঙ্কে নিয়োগ

1570
0
IBPS PO 2023 Recruitment

ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ক্রেডিট অফিসার (জেনারেল ব্যাঙ্কিং স্ট্রিম) এবং আইটি অফিসার (স্পেশ্যালিস্ট স্ট্রিম) পদে ৫০০ জন নিয়োগ করা হবে (BOI PO recruitment 2023)।

শূন্যপদ: ক্রেডিট অফিসার: ৩৫০ (অসংরক্ষিত ১৩৫, তপশিলি জাতি ৫৩, তপশিলি উপজাতি ৩০, ওবিসি ৯৭, ইডব্লুএস ৩৫)।

এইসবের মধ্যে ১৯টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত।

আইটি অফিসার: ১৫০ (অসংরক্ষিত ৬৩, তপশিলি জাতি ২৩, তপশিলি উপজাতি ১০, ওবিসি ৪১, ইডব্লুএস ১৩)।

এইসবের মধ্যে ৫টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত।

বেতনক্রম: ৩৬০০০-৬৩৮৪০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা।

বয়সসীমা: ১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০-২৯ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ক্রেডিট অফিসার: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে যে কোনো শাখায় স্নাতক।

আইটি অফিসার: কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইনফরমেশন টেকনোলজি/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/

ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে চার বছরের ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি ডিগ্রি।

অথবা যে কোনো শাখায় স্নাতক এবং ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলি কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/

ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজি/ কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর ডিগ্রি।

শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের হিসেবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষা, গ্রুপ ডিসকাশন ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

অনলাইন পরীক্ষায় থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩৫টি প্রশ্ন, ৪০ নম্বর), রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপ্টিটিউড (৪৫টি প্রশ্ন, ৬০ নম্বর),

জেনারেল/ ইকোনমি/ ব্যাঙ্কিং অ্যাওয়্যারনেস (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর), ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন (৩৫টি প্রশ্ন, ৬০ নম্বর)। সময় ৩ ঘণ্টা।

এছাড়াও ইংলিশ ডেসক্রিপটিভ পেপার থাকবে (লেটার রাইটিং অ্যান্ড এসে)- ২টি প্রশ্ন, ২৫ নম্বর, সময় ৩০ মিনিট।

অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ হলে গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউ।

পরীক্ষাকেন্দ্র: ওয়েস্ট বেঙ্গল: কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর, কল্যাণী। অন্যান্য রাজ্যের পরীক্ষাকেন্দ্র সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে।

আবেদনের ফি: ৮৫০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি দিতে হবে না, শুধুমাত্র ইন্টিমেশন চার্জ বাবদ ১৭৫ টাকা দিতে হবে।

মাস্টার/ ভিসা/ রুপে/ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে।

আবেদনের ফি দেওয়া যাবে ২৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত।

আবেদনের পদ্ধতি: www.bankofindia.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (BOI PO recruitment 2023)।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

 

এসএসসির সিজিএল টিয়ার-ওয়ানের রেজাল্ট দেখতে ক্লিক করুন