আন্তর্জাতিক
- ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় মোট প্রাণহানির সংখ্যা ৩৬ হাজার পেরিয়ে গেল। বিস্ময়কর ভাবে ঘটনার ১৭৫ ঘন্টা পর তুরস্কের হাতায়ে এলাকার ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে নাইদে উমায় নামে এক মহিলাকে। গাজিয়ানটেপেও ঘটনার ১৫৯ ঘন্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৮৫ বছরের এক বৃদ্ধাকে। এরইমধ্যে ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চল থেকে ফিরে গেল জার্মানি ও ইজরায়েলের উদ্ধারকারী দল। তুরস্ক এবং সিরিয়ায় উদ্ধার ও ত্রাণ কার্যে সরাসরি হাত লাগাতে ভারতীয় সেনারা অবশ্য দিন রাত এক করে কাজ চালিয়ে যাচ্ছেন।
- শ্রীলঙ্কার প্রবীণ রাজনৈতিক নেতা পাজা নেদুমারান দাবি করলেন, এলটিটিই নেতা প্রভাকরণ বেঁচে আছেন। ২০০৯ সালের ১৮ মে এক অভিযানে তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি করেছিল শ্রীলঙ্কার সরকার। ছবিও প্রকাশ করা হয়েছিল। কিন্তু ওই রাজনৈতিক নেতার দাবি, প্রভাকরণ নিরাপদে আছেন ও যথাসময়ে আত্মপ্রকাশ করবেন।
জাতীয়
- দিল্লির মেয়র পদে নির্বাচনে উপরাজ্যপাল যাঁদের মনোনয়ন দিয়েছেন তাঁরা ভোট দিতে পারবেন না। সাম্প্রতিক বিতর্কে ইতি টেনে একথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। একাধিক বার মেয়র পদে নির্বাচন পণ্ড হয়েছে দিল্লিতে।
- বেঙ্গালুরুতে “অ্যারো ইন্ডিয়া ২০২৩” এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫ দিনের এই প্রদর্শন মঞ্চে ৯৮টি দেশের ৮০৯টি সংস্থা অংশ গ্রহণ করছে। ২১৫ টি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে। এখান থেকে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ আশা করছে ভারত।
খেলা
- ক্লাব বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হল রিয়াল মাদ্রিদ। এই নিয়ে তারা ৫ বার এই খেতাব জিতল। এটি একটি রেকর্ড। রিয়াল মাদ্রিদের কোচ আনসেলোত্তি তিনবার এই খেতাব জিতে স্পর্শ করলেন পেপ গুয়ার্দিওলার রেকর্ড। এদিন মরক্কোর রাবাতে ক্লাব বিশ্বকাপের ফাইনালে আল হিলালকে ৫-৩ গোলে হারিয়ে দিল রিয়াল মাদ্রিদ।
- ধর্মশালার মাঠ প্রস্তুত না হওয়ায় ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের স্থান বদল হল। ওই টেস্ট মধ্যপ্রদেশের ইন্দোরে হোলকার স্টেডিয়ামে হবে বলে জানানো হয়েছে।
- ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন অইন মর্গ্যান। ইংল্যান্ডের হয়ে ২৪৮টি একদিনের ম্যাচ ও ১১৫ টি টিটোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।
- আইসিসির জানুয়ারি মাসের শ্রেষ্ঠ ক্রিকেটার নির্বাচিত হলেন শুভমন গিল। জানুয়ারি মাসে এক দিনের ক্রিকেটে ৫৬৭ রান, টি টোয়েন্টি ক্রিকেটে ৭৬ রান করেছেন তিনি।
- মেয়েদের প্রথম আইপিএল এর প্রথমবারের নিলাম সম্পূর্ণ হল। স্মৃতি মন্ধ্যানা ৩.৪ কোটি, রিচা ঘোষ ১.৯ কোটি টাকা দর পেলেন।
বিবিধ
- জানুয়ারি মাসে দেশে খুচরো মূল্যবৃদ্ধির হার হয়েছে ৬.৫২ %। এই হার গত তিন মাসে সর্বোচ্চ। ফলে নভেম্বর, ডিসেম্বর মাস বাদ দিলে ২০২২ সালে গোটা বছরটাই দেশে খুচরো মূল্যবৃদ্ধির হার থেকেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নির্ধারিত সহনশীল সীমা অর্থাৎ ৬% এর ওপরে।