কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ ফেব্রুয়ারি ২০২৩

351
0
daily current affairs
Courtesy: India Today

আন্তর্জাতিক
  • সামনের বছরেই রাষ্ট্রপতি নির্বাচন হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। ২০২৪ সালের সেই নির্বাচনে রিপাবলিকান দলের একজন  হতে পারেন ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালি। দক্ষিণ ক্যারোলিনার প্রাক্তন গভর্নরও ছিলেন নিকি, ছিলেন রাষ্ট্রসঙ্ঘে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রদূত ।  পুরো নাম নিম্রতা নিকি রণধাওয়া হ্যালি।তাঁর জন্ম অবশ্য ভারতে নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনাতে। তিনি নিজে মার্কিন নাগরিক হলেও নিকির বাবা-মা দু’জনেই ভারত থেকে সেদেশে গিয়েছিলেন অভিবাসী হিসাবে। বাবা অজিত সিংহ রণধাওয়া ছিলেন পঞ্জাব কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। মা রাজ কউর রণধাওয়া ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্রী। তাঁরা তখন অমৃতসরে থাকতেন।  ২০২৪ সালের ওই নির্বাচনে রিপাবলিকান দলের  মধ্যেই তাঁর প্রতিদ্বন্দ্বীদের মধ্যে একজন হবেন  প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
  • দুই বিপরীত চিত্র দেখা যাচ্ছে পাকিস্তানে। একদিকে লাহোর। সেখানে ১০ ফেব্রুয়ারি পাকিস্তানের প্রথম দোকান খুলেছে কানাডার নামি কফি প্রস্তুতকারী সংস্থা টিম হর্টন। সেই বিদেশি ক্যাফেটেরিয়ার  দরজায় সেদিন থেকেই ভিড় । অপেক্ষমান জনতা দীর্ঘ লাইন দিয়ে রয়েছেন যার দাম ৮০০ টাকা প্রতি কাপ। পাকিস্তানে অন্যদিকে লাগামছাড়া মূল্যবৃদ্ধির কোপে পড়ছেন সাধারণ মানুষ। প্যাকেটজাত নয়, এমন দুধের প্রতি লিটারের দাম পৌঁছে গেছে ২১০ টাকায়। মুরগির মাংস বিক্রি হচ্ছে ৭৮০ টাকা প্রতি কিলোগ্রাম।
  • তুরস্ক এবং সিরিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল ৩৭ হাজারের গণ্ডি। বিপর্যয়ের ২০৩ ঘন্টা পরেও তুরস্কের কারহামানমারাস থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৭ বছরের কিশোরী আয়েশাকে।তুরস্কের বিভিন্ন স্থানে এখন তাপমাত্রা হিমাঙ্কের ৬ ডিগ্রি নীচে। এই প্রবল ঠান্ডায় উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে বারবার।
  • রায়না বারনাউই ইতিহাস তৈরি করতে চলেছেন। রক্ষণশীল বলে পরিচিত সৌদি আরব এই মহিলা মহাকাশচারীকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
জাতীয় 
  • প্রতিযোগিতামূলক পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে তিন বছরের কারাদণ্ড দেওয়া হবে। সঙ্গে জরিমানা পাঁচ লক্ষ টাকা। যদি তা সংগঠিত অপরাধ হয় তাহলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। এই মর্মে অর্ডিন্যান্স জারি করল উত্তরাখণ্ডের সরকার।
  • উত্তরপ্রদেশের কানপুরে সরকারি আধিকারিকরা বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযান চালানোর সময় মৃত্যু হল এক মহিলা ও কিশোরী কন্যার। রুবা এলাকার মাদউলি গ্রামে উচ্ছেদ অভিযান চালানোর সময় প্রশাসনের লোকজন ঘরে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ।
  • আয়কর দপ্তরের আধিকারিকরা এদিন একযোগে অভিযান চালালেন ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি-এর দিল্লি ও মুম্বইয়ের দপ্তরে। আয়কর দপ্তরের বক্তব্য, তল্লাশি নয়, সংস্থার কর ফাঁকি ও প্রাইসিং সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে সমীক্ষা চালানো হয়েছে। এডিটর্স গিল্ড বিবৃতি দিয়ে , সরকারি নীতির সমালোচনা করলে সংবাদ সংস্থার দপ্তরে সমীক্ষা চালানো প্রবণতায় পরিণত হয়েছে।
খেলা
  • ব্যাডমিন্টনে এশিয়ান মিক্সড টিম চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ভারত ৫-০ ব্যবধানে পরাজিত করল কাজাখস্তানকে।
  • ইরানের পোশাক নীতির ফলে দেশে ফিরতে পারছেন না এক মহিলা ইরানি দাবা খেলোয়াড়। তাঁকে আশ্রয় নিতে হয়েছে স্পেনে।তাঁর নাম সারা খাদেম।  দাবা খেলার জগতে  বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৮০৪ নম্বরে নাম রয়েছে তাঁর । কিছুদিন আগে ওয়ার্ল্ড র‌্যাপিড চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে  ইরানের পোশাকবিধি মেনে মাথায় হিজাব পরেননি। এর ফলে সারার নামে গ্রেফতারি পরোয়ানা অপেক্ষা করছে ইরানে।
 বিবিধ
  • প্রয়াত হলেন মুম্বইয়ের অভিনেতা জাভেদ খান অমরোহী (৬০) । তিনি ২০০১ সালে ‘লগান’ ছবিতে জন্য অ্যাকাডেমি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন। ‘আন্দাজ আপনা আপনা’, ‘চক দে ইন্ডিয়া’, ‘ফির হেরা ফেরি’-প্রভৃতি বহু হিন্দি ছবিতে অভিনয় করেছেন। টেলিভিশনে ‘মির্জা গালিব’ ধারাবাহিকেও তাঁর অভিনয় দেখা গেছে।
  • ফরাসি সংস্থা এয়ারবাস ও মার্কিন সংস্থা বোয়িং কে মোট ৪৭০টি বিমান কেনার বরাত দিল এয়ার ইন্ডিয়া। এতে ৬.৪০ লক্ষ কোটি টাকা ব্যয় হবে।

১৩ ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন