কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ ফেব্রুয়ারি ২০২৩

344
0
daily current affairs
Courtesy: Goal.com

আন্তর্জাতিক
  • তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মোট প্রাণহানির সংখ্যা ৫০ হাজার অতিক্রম করে গেল। এর মধ্যে তুরস্কে ৪৪,২১৮ জন ও সিরিয়ায় ৫,৯১৪ জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। তুরস্কে ১০.৫ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। গত ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছিল তুরস্ক ও সিরিয়ায়। তার পর থেকে অন্তত ৪০ বার তীব্র কম্পন অনুভূত হয়েছে সেখানে।
  • আগামী ৩ মার্চ শ্রীলঙ্কার স্থানীয় পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল। ৩৪০টি আসনে ভোট গ্রহণ করতে হবে। কিন্তু অর্থনৈতিক সঙ্কটের কারণে এই নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিল শ্রীলঙ্কার নির্বাচন কমিশন।
  • আততায়ীর গুলিতে এক চুলের জন্য বেঁচে গেলেন মারভিয়া মালিক। তিনি পাকিস্তানের প্রথম রূপান্তরিত টেলিভিশন ঘোষক সঞ্চালক। লাহোরে বাড়ির বাইরেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুজন অজ্ঞাতপরিচয় আততায়ী।
 জাতীয়
  • বেঙ্গালুরুতে জি ২০ গোষ্ঠীর অর্থমন্ত্রী, জি ৭ গোষ্ঠীর প্রতিনিধি এবং শীর্ষ ব্যাঙ্কের কর্তারা বৈঠক করলেন।
  • ভারত সফর কালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ । হায়দারাবাদ হাউসে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। পরিবেশবান্ধব জ্বালানি, প্রযুক্তি, বাণিজ্য নিয়ে কথা হয়েছে তাঁদের।
  • ৫৮ বছর ধরে পাকিস্তানের জেলে বন্দি রয়েছেন আনন্দ পত্রী। বেঁচে থাকলে তাঁর বয়স হবে ৮৮ বছর। ১৯৬২ সালে ভারত- পাকিস্তান যুদ্ধে বেঙ্গল ডিফেন্স রেজিমেন্ট- এর সেনা হিসেবে লড়াই করেছিলেন তিনি। এরপর বন্দি হন। তাঁর ঠাঁই হয় পাকিস্তানের লাহোর কারাগারে।
 খেলা
  • কলকাতা ডার্বি জিতে নিল মোহনবাগান। আইএসএল- এর ম্যাচে তারা ২-০ গোলে পরাস্ত করল চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে। ২০১৯ সালের জানুয়ারি মাসে শেষবার ইস্টবেঙ্গল হারিয়েছিল মোহনবাগানকে। তারপর থেকে টানা অষ্টম বার ডার্বি জিতল মোহনবাগান। এই ম্যাচ জিতে আইএসএল- এর প্লে অফে পৌঁছে গেল মোহনবাগান।
বিবিধ
  • ঝুমুর গানের শিল্পী সুভাষ চক্রবর্তী (৭১) প্রয়াত হলেন। বাঁকুড়ার বেলিয়াতোড়ে থাকতেন তিনি। বিখ্যাত ‘তু লাল পাহাড়ির দেশে যা’ গানটি তাঁর কণ্ঠে গীত হওয়ার পরই জনপ্রিয় হয়েছিল।

 

২৪ ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন