আন্তর্জাতিক
- পাকিস্তানে অর্থনৈতিক সঙ্কটের প্রভাব পড়েছে সেদেশের স্বাস্থ্য পরিষেবাতেও। সরকারি হাসপাতালে জীবনদায়ী ওষুধও এখন অমিল হয়ে পড়েছে। বিদেশ থেকে কাঁচামাল আনার সমস্যায় ওষুধ যোগান দিতে পারছে না পাকিস্তানের ওষুধ সংস্থাগুলিও। শোনা যাচ্ছে, সরকারি হাসপাতালগুলিতে মাত্র বারো দিনের মতো ওষুধ মজুত রয়েছে। বন্ধ হয়ে গেছে জরুরি অপারেশন। সামগ্রিক ভাবেই বিপদে পড়েছে পাকিস্তান। এক সপ্তাহের মধ্যে সেখানে মূল্যবৃদ্ধির হার ৪০ শতাংশ। পেট্রোল, চিনি, রান্নার তেলের দাম আকাশছোঁয়া।
- রাষ্ট্রসঙ্ঘে জঙ্গি তালিকায় উঠল পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর ই তৈবা নেতা আব্দুল রহমান মাক্কির নাম। এতদিন চিনের আপত্তিতে তার নাম ওই তালিকায় তোলা যায়নি। এবার চিন আপত্তি বা করায় তাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করা হল।
জাতীয়
- দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়াকে গ্রেপ্তার করল সিবিআই। এদিন প্রথমে তাঁকে ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। তাতে সন্তুষ্ট না হওয়ায় অরবিন্দ কেজরিওয়াল মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্যকে গ্রেফতার করল সিবিআই। আবগারি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
- হায়দরাবাদের একটি ঘটনা কাঁপিয়ে দিল দেশবাসীকে। একজন তরুণ নৃশংস ভাবে খুন করল তার সহপাঠীকে। খুন করার পর সেই বন্ধুর বুক চিরে হৃৎপিণ্ড বার করে আনে সে।ধড় থেকে আলাদা করে ফেলে মাথাও। অভিযুক্তের নাম হরিহরকৃষ্ণ ।নিহতের নাম নবীন । দুজনে হায়দারাবাদে দিলখুশনগরের একটি কলেজে পড়তেন। সহপাঠি এক তরুণীর সঙ্গে সম্পর্ক নিয়ে টানাপোড়েন ছিল বলে মনে করা হচ্ছে। হত্যাকাণ্ডের পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত।
- কাশ্মীর উপত্যকায় পুনরায় জঙ্গিদের গুলিতে খুন হলেন একজন কাশ্মীরি পণ্ডিত। তাঁর নাম সঞ্জয় পণ্ডিত। তিনি কাশ্মীরের একটি ব্যাঙ্কে নিরাপত্তা রক্ষীর কাজ করতেন। এদিন জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার আচান এলাকায় জঙ্গিরা তাঁকে লক্ষ্য করে সামনে থেকে গুলি চালিয়েছিল।
খেলা
- মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া। ঘরের মাটিতে ফাইনাল ম্যাচে তাদের কাছে ১৯ রানে হেরে গেল দক্ষিণ আফ্রিকা। এই প্রথম বার ফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে অস্ট্রেলিয়া এই নিয়ে ৬ বার মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হল। শেষ তিন বার তারাই এই ট্রফি জিতেছে। প্রতিযোগিতার শ্রেষ্ঠ ক্রিকেটার নির্বাচিত হলেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার । তিনি মোট ১১০ রান করার পাশাপাশি ১০ উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মেগ ল্যানিং অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ট্রফি জিতে বিশ্বরেকর্ড করলেন। তিনি মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ৪ বার ও মহিলাদের একদিনের বিশ্বকাপ ক্রিকেটে ১ বার চ্যাম্পিয়ন হয়েছেন। পুরুষ বা মহিলা হিসেবে অন্য কোনো অধিনায়কের এই কৃতিত্ব নেই।
- দাবায় সুখবর। বাংলা থেকে আরও একজন গ্র্যান্ডমাস্টার হওয়ার যোগ্যতা অর্জন করলেন। ২৬ বছর বয়সী ওই দাবারুর নাম সায়ন্তন দাস। ফ্রান্সের একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে ২৫০০ রেটিং পয়েন্ট নিশ্চিত করে গ্র্যান্ডমাস্টার হওয়ার যোগ্যতা অর্জন করলেন তিনি। সায়ন্তন এর আগে চারটি গ্র্যান্ডমাস্টার নর্ম পেয়েছিলেন । তিনি হলেন দেশের ৮১ তম গ্র্যান্ডমাস্টার। বাংলা থেকে তিনি একাদশতম দাবাড়ু, যিনি গ্র্যান্ডমাস্টার হলেন। তাঁকে অভিনন্দন জানালেন বাংলার প্রথম গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া।
- ইএফএল কাপ চ্যাম্পিয়ন হল ম্যানচেস্টার ইউনাইটেড। ৬ বছর পর পুনরায় তারা এই ট্রফি জিতল।
বিবিধ
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত নামক রেডিও ভাষণে এল বাঙলার একটি তীর্থস্থানের নাম। এদিন প্রধানমন্ত্রী বললেন, ‘‘পশ্চিমবঙ্গের ত্রিবেণী বহু শতাব্দী ধরে একটি পবিত্র স্থান হিসেবে সুপরিচিত। মঙ্গলকাব্য, পদাবলী সাহিত্য, শাক্ত সাহিত্য এবং অন্যান্য প্রাচীন বাংলা সাহিত্যে এর উল্লেখ পাওয়া যায়। সম্প্রতি সেই ত্রিবেণীতেই কুম্ভস্নানের আয়োজন করা হয়েছিল। এই পুণ্যস্নানে আট লক্ষ মানুষ অংশ নিয়েছিলেন। ৭০০ বছর পর আবার এই প্রথাকে পুনরুজ্জীবিত করা হয়েছে।’’