যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিপিএড কোর্সে ভর্তি চলছে, জেনে নিন আবেদনের যোগ্যতা, শেষ তারিখ

1895
0
JU Recruitment 2023

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন কোর্সে (বিপিএড) ভর্তির জন্য অনলাইন আবেদন চলছে (bped admission 2023)।

বিপিএড ন্যাশনাল কাউন্সিল অব টিচার এডুকেশনের স্বীকৃত একটি দু বছরের কোর্স।

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে যে কোনো শাখায় ব্যাচেলর ডিগ্রি সঙ্গে ইন্টার কলেজ/ ইন্টার জোনাল/ ডিস্ট্রিক্ট/ স্কুল কম্পিটিশন স্পোর্টসে অংশগ্রহণ করে থাকতে হবে

অথবা ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর নিয়ে ফিজিক্যাল এডুকেশনে ব্যাচেলর ডিগ্রি

অথবা ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর নিয়ে ব্যাচেলর ডিগ্রি সঙ্গে ফিজিক্যাল এডুকেশন আবশ্যিক/ঐচ্ছিক বিষয় হিসেবে পড়ে থাকতে হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: প্র্যাক্টিক্যাল টেস্ট, লেখা পরীক্ষা এবং অ্যাকাডেমিক স্কোরের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

প্র্যাক্টিক্যাল টেস্টে থাকবে ৫০ মিটারের দৌড়, শাটল রান, স্ট্যান্ডিং বোর্ড জাম্প, ৬০০ মিটার দৌড়, মেডিসিন বল ওভারহেড ব্যাক থ্রো।

অ্যাডমিশন টেস্ট সম্পর্কে বিস্তারিত www.jaduniv.edu.in ওয়েবসাইটে ২১ মার্চ ২০২৩ তারিখে প্রকাশ করা হবে।

অ্যাডমিশন টেস্ট (প্র্যাক্টিক্যাল এবং লেখা) হবে ২৮ মার্চ, ২৯ মার্চ এবং ৩১ মার্চ ২০২৩ তারিখ সকাল ৬টা থেকে। প্রার্থীকে অবশ্যই ফিটনেস সার্টিফিকেট দেখাতে হবে।

আবেদনের পদ্ধতি: www.jaduniv.edu.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট আউট,

মানি রিসিট এবং যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে The Office of the Dean and the Secretary, Faculty Council of Arts, UG Arts Building, Ground Floor, Jadavpur University, Kolkata 700032 ঠিকানায়।

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌছতে হবে ১৭ মার্চ ২০২৩ তারিখের মধ্যে (bped admission 2023)।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

ডব্লুবিসিএস পরীক্ষার ধরন ও সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন