কারেন্ট অ্যাফেয়ার্স ৫ মার্চ ২০২৩

304
0
daily current affairs

ন্তর্জাতিক
  • লাহোরের জার্মান পার্কে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়ি ঘিরে রাখল তাঁর দলের কর্মী সমর্থকরা। সেই অবরোধ সরিয়ে ইমরানকে গ্রেপ্তার করতে গেল পুলিশ। কিন্তু তাঁকে না পেয়ে খালি হাতে ফিরে গেল তারা। সরকারি পদে থেকে উপহার পাওয়া সামগ্রী বিক্রি করে তার অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। মামলায় তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইসলামাবাদের আদালত।
  • বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে শুভেচ্ছা বার্তা প্রেরণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • বিমানের ঝাঁকুনিতে প্রাণ গেল একজন যাত্রীর। এই ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। নিউ হ্যাম্পশায়ারের কিন থেকে ভার্জিনিয়ার লিডসবার্গে যাওয়ার কথা ছিল ওই বিমানের। পথে নিউ ইংল্যান্ডের আকাশে ঝড়ের মুখে পড়ে যাওয়ায় এই সমস্যা হয়। বম্ববার্ডিয়ার ইনকর্পোরেশন সংস্থার ওই জেটটিতে বৈমানিক, যাত্রীসহ ৫ জন ছিলেন।  নিউ ইংল্যান্ডের আকাশে আচমকাই তীব্র দুলুনি শুরু হয় জেট বিমানটিতে। বিমানটিকে দ্রুত কানেটিকাটের ব্র্যাডসি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়। সেখানে ওই যাত্রীর মৃত্যু হয়।
 জাতীয়
  • বিরোধীদের দমনে কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করা হচ্ছে, এই অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন চার জন মুখ্যমন্ত্রী – মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, ভগবৎ সিং মান এবং কে চন্দ্রশেখর রাও। একইসঙ্গে চিঠি লিখলেন চার জন প্রাক্তন মুখ্যমন্ত্রী শারদ পাওয়ার, অখিলেশ যাদব,ফারুক আবদুল্লা ও উদ্ধব থ্যাকারেও।
  • কেরলে একটি সংবাদ মাধ্যমের দপ্তরে তল্লাশি চালাল পুলিশ। কোঝিকোড়ে মালয়ালি সংবাদ সংস্থা এশিয়ানেটের দপ্তরে দীর্ঘক্ষণ ধরে চলে তল্লাশি অভিযান। কিসের জন্য তল্লাশি তা জানা যায়নি, অন্যদিকে এশিয়ানেট সেই তল্লাশি অভিযানের ছবি প্রকাশ করে লিখেছে , ‘‘আমাদের সত্য খবর পরিবেশন করার চেষ্টাকে দমিয়ে রাখা যাবে না।’
খেলা 
  • ইরানি কাপে চ্যাম্পিয়ন হল অবশিষ্ট ভারত। সদ্য রঞ্জি ট্রফি জয়ী মধ্যপ্রদেশ ২৩৮ রানে হারল তাদের কাছে। ম্যাচের সেরা হলেন যশস্বী জয়সওয়াল। প্রথম ইনিংসে ২১৩ রান করেন যশস্বী। মুম্বইয়ের ওপেনার তিনি। এই ম্যাচে তিনি অবশিষ্ট ভারতের হয়ে তিন নম্বরে ব্যাট করেন। এবারের রঞ্জিতে পাঁচ ম্যাচে মোট ৩১৫ রান করেছেন যশস্বী জয়সওয়াল । ইরানি কাপে রান পেলেন বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরনও। অবশিষ্ট ভারতের হয়ে প্রথম ইনিংসে ১৫৪ রান করলেন তিনি।
  • ২০ বছর আগে লাল বাহাদুর স্টেডিয়ামে প্রথম ডব্লিউটিএ সিঙ্গলস শিরোপা জিতেছিলেন সানিয়া মির্জা। এদিন হায়দরাবাদের সেইলাল বাহাদুর স্টেডিয়ামে খেলেই টেনিস থেকে  অবসর নিলেন সানিয়া। উপস্থিত ছিলেন তাঁর এক সময়ের ডাবলস জুড়ি রোহান বোপান্না, এবং বেথানি মাটেক। প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিন ও যুবরাজ সিংও উপস্থিত ছিলেন।
  • সবচেয়ে কম বয়সে ক্লাবের হয়ে ২০০ গোলের রেকর্ড গড়লেন কিলিয়ান এমবাপে। পিএসজি -এর হয়ে এখন তিনিই সর্বোচ্চ গোলদাতা। তিনি ২০১৭ সালে এই দলে যোগ দিয়েছিলেন।
  • মাদ্রিদে প্যারা অলিম্পিক প্রতিযোগিতায় ব্যাডমিন্টনে রুপোর পদক জিতলেন ভারতের প্রমোদ ভগত।
 বিবিধ
  • এবছর পুনরায় অলিভ রিডলে কচ্ছপের সংখ্যা বেড়েছে। ওড়িশার গঞ্জাম জেলার ঋষিকুল্যা নদীর মোহনায় এবছর প্রায় ৬.৩৭ লক্ষ কচ্ছপ বঙ্গোপসাগর থেকে এসে নিরাপদে ডিম পেড়েছে। মাঝখানে কয়েক বছর তাদের সংখ্যা ছিল নিম্নমুখী।
  • উত্তর পূর্ব ভারতের জন্য ভারত গৌরব ট্রেন চালু করছে ভারতীয় রেল। যাত্রা হবে ১৫ দিনের । নয়াদিল্লি থেকে প্রথম ট্রেনটি ছাড়বে ২১ মার্চ।

 ৪ মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন