আন্তর্জাতিক
- আফ্রিকার বিভিন্ন দেশে বিধ্বংসী আকারে আছড়ে পড়ল সাইক্লোন। এই সাইক্লোনটির নাম দেওয়া হয়েছে ফ্রেডি। মূলতদক্ষিণ আফ্রিকার সমুদ্র উপকূলবর্তী দেশগুলিতে আছড়ে পড়েছে এই শক্তিশালী সাইক্লোন ফ্রেডি। এর ফলে কেবল আফ্রিকার মালাউইতেই মৃত্যু হয়েছে ৩২৬ জনের।ঘরছাড়া হয়েছেন প্রায় ১ লক্ষ ৮০ হাজার মানুষ। জখম অসংখ্য মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
- হেগের আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) যুদ্ধাপরাধের কারণে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল। ইউক্রেন যুদ্ধ চলাকালীন সে দেশের শিশুদের বেআইনি ভাবে নির্বাসনে পাঠানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। রাশিয়া অবশ্য এই পরোয়ানা নিয়ে একটুও উদ্বিগ্ন নয়। রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জ়াখারোভা বলেছেন, রাশিয়া এই আদালতের বিচারের আওতায় পড়ে না।
- অবশেষে স্বস্তি পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। এদিন তাঁকে ৯টি মামলায় অন্তর্বর্তী জামিন দিয়েছে লাহোর হাই কোর্ট। এই মামলাগুলি লাহোর এবং ইসলামাবাদ হাইকোর্টে দায়ের করা হয়েছিল। তোষাখানা মামলায় ইমরানকে ১৮ মার্চ পর্যন্ত গ্রেফতার করা যাবে না বলেও জানিয়েছে ইসলামাবাদ হাই কোর্ট। গ্রেফতারি এড়াতে বিগত কয়েক দিন ধরে ইমরানের লাহোরের বাসভবন ঘিরে রেখেছেন ইমরানের দলীয় কর্মীরা। লাহোর হাইকোর্টে ব্যক্তিগতভাবে তিনি উপস্থিত হয়ে জামিনের আবেদন জানালে তাঁকে এই আইনি সুরক্ষা দিল লাহোর হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চ।
জাতীয়
- ভুয়ো ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে এখোনো পর্যন্ত মোট ৪,৯৯৯টি ইউটিউব লিঙ্ক ‘ব্লক’ করে দিয়েছে কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। এগুলির মধ্যে অনেকগুলি পাকিস্তান থেকে নিয়ন্ত্রিত হত। এদিন রাজ্যসভায় এক বিবৃতিতে এ কথা জানালো কেন্দ্রীয় সরকার।
- সেকেন্দ্রাবাদের একটি শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন মহিলা সহ মোট ৬ জনের প্রাণহানি হয়েছে। সেকেন্দ্রাবাদের স্বপ্নলোক কমপ্লেক্সে এই ঘটনা ঘটেছে।
- মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী অম্রুতা অভিযোগ করলেন, একটি ফৌজদারি মামলা থেকে বাঁচতে মুম্বইয়ের এক ফ্যাশন ডিজাইনার তাঁকে এক কোটি টাকা ঘুষ দিতে চেয়েছিলেন। ওই ফ্যাশন ডিজাইনার অনিস্কার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
খেলা
- ওয়াংখেড়েতে ভারত অস্ট্রেলিয়া একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে দিল ভারত। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল । প্রথমে ব্যাট করে স্টিভ স্মিথদের ইনিংস শেষ হয়ে যায় ১৮৮ রানে।ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রবীন্দ্র জাডেজা।
- ২০২২ সালের শ্রেষ্ঠ পুরুষ ও মহিলা হকি খেলোয়াড় হিসেবে পুরস্কার দেওয়া হবে যথাক্রমে হার্দিক সিং ও সবিতা পুনিয়াকে। এই তথ্য জানালো হকি ইন্ডিয়া।
বিবিধ
- রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট নতুন ১৯ টি জেলা গঠনের সিদ্ধান্ত জানালেন। এর ফলে রাজস্থানের মোট জেলার সংখ্যা বেড়ে হবে ৫০।
- হোলির দিন বিমানের ককপিটে বসে খাবার ও কফি খেয়ে গুরুতররকম আইন লঙ্ঘন করেছেন দুই পাইলট। গত ৮ মার্চ হোলির দিন ঘটনাটি ঘটেছে দিল্লি-গুয়াহাটি স্পাইসজেট সংস্থার বিমানে।তাঁদের শেয়ার করা ভিডিও থেকেই তা প্রকাশ্যে আসে। আপাতত ফ্লাইং ডিউটি থেকে সরিয়ে তাদের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত।