কারেন্ট অ্যাফেয়ার্স ১ এপ্রিল ২০২৩

306
0
Current Affairs 28th March
Courtesy: WION

আন্তর্জাতিক
  • রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সভাপতি পদ পেল রাশিয়া। এই পরিষদের স্থায়ী, অস্থায়ী মিলিয়ে মোট ১৫টি দেশ সদস্য। তারাই পর্যায়ক্রমে এক এক মাসের জন্য সভাপতি পদ পায়। গত বছরের ফেব্রুয়ারি মাসের পর পুনরায় রাশিয়া রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সভাপতি পদ পেল। যদিও ইউক্রেনে যুদ্ধাপরাধের দায়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। সেই দেশই সভাপতি পদ পাওয়ার বিষয়টিকে ‘জঘন্য মস্করা’ বলে মন্তব্য করেছে ইউক্রেন।
  • ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার জন্য মাত্র এক দিনের মধ্যে ৪০ লক্ষ ডলার অনুদান সংগ্রহ করে ফেললেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রসঙ্গত, এক দিন আগেই ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার অনুমতি দিয়েছিলেন ম্যানহাটনের গ্র্যান্ড জুরি। এই প্রথম কোনও মার্কিন রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হল।   অভিযোগ, তাঁর বিরুদ্ধে মুখ না খোলার জন্য পর্ন তারকা স্টেফানি গ্রেগরি ক্লিফোর্ড ওরফে স্টরমি ড্যানিয়েলকে ২০১৬ সালে ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছিল ২০০৬ সালে।
জাতীয়
  • সেন্ট লরেন্স নদী পেরিয়ে কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে গিয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজন ব্যক্তির। তাঁদের মধ্যে ৮ জনের দেহ উদ্ধার হয়েছে। তাঁরা বেশিরভাগই ভারতীয় বংশোদ্ভূত বলে জানা গেছে।
  • ২০২২-২৩ অর্থবর্ষে মোট ৪৩৩২.৬ কোটি ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন। সংস্থার ৭৫ বছরের ইতিহাসে তা সর্বোচ্চ। এরমধ্যে ৪৩০৮.৭ কোটি ইউনিট হল তাপবিদ্যুৎ।
খেলা
  • মাদ্রিদ ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে পৌঁছলেন ভারতের পি ভি সিন্ধু। সেমিফাইনালে তিনি স্ট্রেট সেটে হারিয়ে দিলেন সিঙ্গাপুরের ইয়ো জিয়া মিনকে। ফাইনালে তাঁর প্রতিপক্ষ হবেন ক্যারোলিনা মারিন ও গ্রেগরিয়া তানজুন -এর মধ্যে যিনি জয়ী হবেন তিনি। প্রসঙ্গত, এ বছর এখনও কোনও খেতাব জেতেননি সিন্ধু।
বিবিধ
  • সদ্য সমাপ্ত মার্চ মাসে দেশে মোট জিএসটি সংগ্রহ হয়েছে ১.৬০ লক্ষ কোটি টাকা। এই অঙ্ক ২০২২ সালের এপ্রিল মাসের পর সর্বোচ্চ। শুধু তাই নয়, জিএসটি চালুর পর থেকেও তা দ্বিতীয় সর্বোচ্চ। ২০২২-২৩ অর্থবর্ষে মোট জিএসটি সংগ্রহ হয়েছে ১৮.১০ লক্ষ কোটি টাকা যা তার আগের বছরের তুলনায় ২২% বেশি।
  • ১৫টি ঐতিহাসিক সামগ্রী ভারতকে ফেরত দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানকার মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট অবৈধভাবে পাচার করা ওই সব শিল্পসামগ্রী উদ্ধার করেছে সম্প্রতি।