কারেন্ট অ্যাফেয়ার্স ৩ এপ্রিল ২০২৩

454
0
daily current affairs

আন্তর্জাতিক
  • মৃত্যুদণ্ড বাতিল হচ্ছে মালয়েশিয়ায়। ২০১৮ সালে এই শাস্তি বন্ধে স্থগিতাদেশ জারি হয়েছিল, এদিন সেখানে সংসদের অধিবেশনে মৃত্যুদণ্ড বাতিল করার প্রস্তাব পাস হল।
  • ঘোষিত হল নাসার চাঁদে অভিযাত্রী পাঠানোর যে দল তার সদস্যদের নাম। সেখানে চার জনের দলে প্রথমবারের জন্য কোনো মহিলা অভিযাত্রী রাখল নাসা। তাঁর নাম ক্রিস্টিনা কোচ। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক নন, এই প্রথম তেমন কেউ রয়েছেন দলে। তিনি হলেন কানাডার নাগরিক জেরেমি হ্যানসেন।
  • পাকিস্তানে বার্ষিক মূল্যবৃদ্ধির হার হয়েছে ৩৫.৩৭ %। এই হার গত ৫০ বছরে সবচেয়ে বেশি।
  • বিতর্কে জড়ালেন ফ্রান্সের সোশ্যাল ইকনমি ও ফ্রেঞ্চ এসোসিয়েশনের মহিলা মন্ত্রী মার্লেন স্কিয়াপা। প্লে বয় পত্রিকার প্রচ্ছদে ছাপা হল তাঁর ছবি। সংশ্লিষ্ট সংস্করণে ছাপা হয়েছে তাঁর দীর্ঘ সাক্ষাৎকারও। বিষয়টির সমালোচনা করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন।
জাতীয়
  • কেরলে সহযাত্রীদের সঙ্গে সামান্য বচসার জেরে চলন্ত ট্রেনে আগুন লাগিয়ে দিল একজন যুবক। এই ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন৮ জন। আলাপুঝা কান্নুর এক্সিকিউটিভ এক্সপ্রেসের ডি ১ নম্বর বগিতে এই ঘটনা ঘটেছে। যাত্রীরা আতঙ্কিত হয়ে চেন টানলে কোরাপুঝা নদীর ওপর সেতুর ওপরে ট্রেনটি দাঁড়িয়ে যায়। অভিযুক্ত যুবক তখন চম্পট দেয়।
  • ১৯৮৭ সালের ২৩ মে উত্তরপ্রদেশের মালিয়ানায় গোষ্ঠী সংঘর্ষে মৃত্যু হয়েছিল ৭২ জনের। ৩৬ বছর ধরে মামলা চলেছে। কিন্তু উপযুক্ত সাক্ষ্যপ্রমাণ না থাকার কারণে এই মামলায় অভিযুক্ত৪০ জনকে বেকসুর খালাসের নির্দেশ দিল মিরাট আদালত।
  • হীরক জয়ন্তী পালন করল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কৃতী গোয়েন্দাদের এদিন পুরস্কৃত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • ঝাড়খণ্ডে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৫ জন মাওবাদী নিহত হলেন। চাত্রা-পালামৌ সীমানায় এদিন ওই অভিযান চালিয়েছিল পুলিশ।সেখানেই মৃত্যু হয় ওই ৫ শীর্ষস্থানীয় মাওবাদী নেতার।
খেলা
  • মায়ামি ওপেন টেনিস প্রতিযোগিতার পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন রাশিয়ার দানিল মেদদেদেভ। এদিন ফাইনালে তিনি ৭-৫, ৬-৩ গেমে হারালেন ইতালির জ্যানিক সিনারকে। এটি দানিল মেদদেদেভের ১৯ তম খেতাব। তবে এই প্রথমবার  মায়ামি ওপেন চ্যাম্পিয়ন হলেন তিনি। বর্তমানে বিশ্ব টেনিস পুরুষদের মধ্যে তাঁর রাঙ্কিং চতুর্থ।
বিবিধ
  • মার্কিন বিশেষজ্ঞ সংস্থা মর্নিং কনসাল্ট- এর করা সমীক্ষায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে ঘোষিত হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর রাষ্ট্রপতি লোপেজ অবরাডোর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রয়েছেন সপ্তম স্থানে।
  • উত্তরপ্রদেশে দ্বাদশ শ্রেণির ইতিহাস পাঠ্যসূচি থেকে বাদ যাচ্ছে মোগল যুগ। নতুন শিক্ষাবর্ষ থেকে তা কার্যকর হবে বলে জানা গেছে। ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) এর পরামর্শে এই পদক্ষেপ বলে দাবি করা হয়েছে।
  • সদ্যসমাপ্ত ২০২২-২৩ অর্থবর্ষে দেশে প্রত্যক্ষ কর আদায় হয়েছে ১৯.৬৮ লক্ষ কোটি টাকা। তার আগের বছরের তুলনায় তা ১৭.৬৩% বেশি।