কারেন্ট অ্যাফেয়ার্স ৫ মে ২০২৩

347
0
daily current affairs

আন্তর্জাতিক
  • অবশেষে করোনা মহামারীর করাল গ্রাস থেকে আনুষ্ঠানিকভাবে মুক্ত হল বিশ্ব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ( হু ) জরুরি বিষয়ক কমিটির সদস্যরা বৈঠক করে করোনা ভাইরাসকে একসময় যে ‘গ্লোবাল হেলথ ইমার্জেন্সি’ ঘোষণা করা হয়েছিল তা প্রত্যাহার করলেন। ২০১৯ সালের ডিসেম্বর মাসে করোনা ভাইরাসের প্রকোপ ধরা পড়ে চিনের উহান প্রদেশে। ২০২১ সালের জানুয়ারি মাসে বিশ্বে প্রতি সপ্তাহে এক লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। ২০২৩ সালের এপ্রিল মাসে তা কমে হয়েছে প্রতি সপ্তাহে সাড়ে তিন হাজার জন।
  • গোয়ায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) কনক্লেভ সম্মেলনেও ভারত- পাকিস্তানের সম্পর্কের বরফ গলল না। পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল আলি ভুট্টোর সঙ্গে কোনও পার্শ্ববৈঠক হল না ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। তবে  চিনের বিদেশমন্ত্রী কিন গ্যাংয়ের সঙ্গে আলাদা করে বৈঠক হয়েছে তাঁর। এবছর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)এর সভাপতি পদে রয়েছে ভারত। গত মাসে সম্পন্ন হয়েছে এশিয়ার আটটি দেশকে নিয়ে গঠিত এসসিও-এর প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলন।
জাতীয়
  • অগ্নিগর্ভ মণিপুরে ৩৫৫ ধারা জারি করল কেন্দ্রীয় সরকার। এর ফলে গোটা রাজ্যেরই নিরাপত্তার দায়িত্ব নিজের হাতে নিয়ে নিল কেন্দ্রীয় সরকার। নিরাপত্তা ব্যবস্থা তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে সিআরপিএফ-এর প্রাক্তন প্রধান কুলদীপ সিংকে। এদিকে মণিপুরের আট জেলায় সেনা নামানো হয়েছে। আশ্রয় শিবিরে রয়েছেন কুড়ি হাজার মানুষ। মৃত্যু হয়েছে ১৬জনের। জনতার প্রহারে জখম একজন বিধায়ক ভুন জাং গান ভালতেকে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। চূড়াচাঁদপুড়ে দুষ্কৃতীরা একটি থানা থেকে অস্ত্র লুঠ করেছে। মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রসঙ্গত, মণিপুরের মেইতেই সম্প্রদায়ের মানুষরা তফসিলি উপজাতি হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য আন্দোলনের সূচনা করেছিলেন।
  • জম্মু ও কাশ্মীরে সেনা – সন্ত্রাসবাদী সংঘর্ষে শহিদ হলেন ৫ জন সেনা জওয়ান। রাজৌরি জেলার কান্দিতে তল্লাশি অভিযানের সময় এক বিস্ফোরণ ঘটিয়ে তাঁদের হত্যা করা হয়। শহিদ জওয়ানদের মধ্যে রয়েছেন দার্জিলিং নিবাসী সেনা প্যারাট্রুপার সিদ্ধান্ত ছেত্রী।
  • নিজের তৈরি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন শারদ পাওয়ার। নতুন সভাপতি খুঁজতে ১৮ জন সদস্য নিয়ে গড়ে দিয়েছিলেন বিশেষ কমিটি। তারা তাঁকেই পুনরায় দায়িত্ব নিতে অনুরোধ জানায়। দাবি ওঠে সিদ্ধান্ত পুনর্বিবেচনার। শেষ পর্যন্ত ৮২ বছর বয়সী মারাঠা স্ট্রং ম্যান শারদ পাওয়ার ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির  সভাপতি পদ থেকে পদত্যাগ প্রত্যাহার করলেন।
খেলা
  • ডায়মন্ড লিগে চ্যাম্পিয়ন হলেন ভারতের নীরজ চোপড়া। দোহায় আয়োজিত এই লিগে তিনি ৮৮.৬৭ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে দ্বিতীয় বার ডায়মন্ড লিগে সোনার পদক জিতলেন।
  • ইতালির সিরি এ চ্যাম্পিয়ন হল নাপোলি। ১৯৯০ সালের দীর্ঘ ৩৩ বছর পর ফের এই খেতাব জিতল তারা। ৫ ম্যাচ বাকি থাকতেই ৩৩ ম্যাচ খেলে খেতাব নিশ্চিত করল তারা।
 বিবিধ
  • এবছর প্যারিসে বাস্তিল দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাকরঁ। ওই অনুষ্ঠানে কসরৎ দেখাবে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমানও। প্রসঙ্গত, এ বছর ভারত-ফ্রান্স স্ট্র্যাটেজিক সম্পর্কের ২৫ বছর পূর্ণ হচ্ছে।