বিই-বিটেক যোগ্যতায় ভারতীয় নৌবাহিনীতে নিয়োগ

691
0
navy officer recruitment 2023

ভারতীয় নৌবাহিনীতে শর্ট সার্ভিস কমিশনে ২৪২ জন অফিসার নিয়োগ করা হবে (জানুয়ারি ২০২৪ কোর্সে)। (navy officer recruitment 2023)

নিচের যোগ্যতার অবিবাহিত পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন।

শূন্যপদ: এগজিকিউটিভ ব্র্যাঞ্চ: জেনারেল সার্ভিস: ৫০, এয়ার ট্রাফির কন্ট্রোলার: ১০,

ন্যাভাল এয়ার অপারেশনস অফিসার: ২০, পাইলট: ২৫, লজিস্টিক্স: ৩০, ন্যাভাল আর্মামেন্ট ইন্সপেকটরেট ক্যাডার: ১৫।

এডুকেশন ব্র্যাঞ্চ: ১২।

টেকনিক্যাল ব্র্যাঞ্চ: ইঞ্জিনিয়ারিং ব্র্যাঞ্চ: ২০, ইলেক্ট্রিক্যাল ব্র্যাঞ্চ: ৬০।

যোগ্যতা: এগজিকিউটিভ ব্র্যাঞ্চ: জেনারেল সার্ভিস: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে বিই/বিটেক।

এয়ার ট্রাফিক কন্ট্রোলার, ন্যাভাল এয়ার অপারেশনস অফিসার, পাইলট: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে বিই/বিটেক।

প্রার্থীকে দশম এবং দ্বাদশ শ্রেণিতে ইংরেজি বিষয়ে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে।

লজিস্টিক্স: যে কোনো শাখায় ফার্স্ট ক্লাস বিই/ বিটেক অথবা ফার্স্ট ক্লাসে এমবিএ অথবা ফার্স্ট ক্লাসে বিএসসি/ বিকম/ বিএসসি (আইটি)

সঙ্গে ফিনান্স/ লজিস্টিক্স/ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট/ মেটারিয়াল ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অথবা ফার্স্ট ক্লাস এমসিএ/ এমএসসি (আইটি)।

ন্যাভাল আর্মামেনন্ট ইন্সপেকটোরেট ক্যাডার: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে মেকানিক্যাল/ মেকানিক্যাল সঙ্গে অটোমেশন/ ইলেক্ট্রিক্যাল/

ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স/ মাইক্রো ইলেক্ট্রনিক্স/ ইনস্ট্রুমেন্টেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/

ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলি কমিউনিকেশন/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/ কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং/ প্রোডাকশন/ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন/

অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ ইনফরমেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ মেটালার্জি/ কেমিক্যাল/ অ্যারোস্পেস/ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক পাশ।

টেকনিক্যাল ব্র্যাঞ্চ: ইঞ্জিনিয়ারিং ব্র্যাঞ্চ: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে মেকাবিক্যাল/ মেরিন/ ইনস্ট্রুমেন্টেশন/

প্রোডাকশন/ অ্যারোনটিক্যাল/ কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং/ অটোমোবাইল/ মেটালার্জিতে বিই/বিটেক।

ইলেক্ট্রিক্যাল ব্র্যাঞ্চ: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/

ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ টেলি কমিউনিকেশন/ অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইনস্ট্রুমেন্টেশন/

ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/ অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে বিই/ বিটেক।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধা তালিকার ভিত্তিতে প্রার্থঈ বাছাই করা হবে।

বয়স: বয়স হতে হবে ২ জানুয়ারি ১৯৯৯ থেকে ১ জুলাই ২০০৪ সালের মধ্যে। শুধুমাত্র এডুকেশন ব্র্যাঞ্চের এমটেক প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ২ জানুয়ারি ১৯৯৭ থেকে ১ জানুয়ারি ২০০৩ সালের মধ্যে।

আবেদনের পদ্ধতি: www.joinindiannavy.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। আবেদন করা যাবে ১৪ মে ২০২৩ তারিখ পর্যন্ত।

নোটিসটি দেখতে ক্লিক করুন