বিক্রম সারাভাই স্পেস সেন্টারে টেকনিশিয়ান নিয়োগ

618
0
vssc rectuitment 2023

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের অধীন বিক্রম সারাভাই স্পেস সেন্টারে ৪৯ জন টেকনিশিয়ান, ড্রাফটসম্যান এবং রেডিওগ্রাফার নিয়োগ করা হবে।

শূন্যপদ: টেকনিশিয়ান বি: ফিটার: ১৭, ইলেক্ট্রনিক মেকানিক: ৮, ইলেক্ট্রিশিয়ান: ৬, মেশিনিস্ট: ৪, এমআরঅ্যান্ডসি: ৩, টার্নার: ২, প্লাম্বার: ২, মেকানিক মোটর ভিকল/ মেকানিক ডিজেল: ১।

ড্রাফটসম্যান বি: মেকানিক্যাল: ৫।

রেডিওগ্রাফার এ: ১।

যোগ্যতা: টেকনিশিয়ান বি: দশম শ্রেণি পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই/ ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট/ ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট।

ড্রাফটসম্যান বি: দশম শ্রেণি বা সমতুল পাশ সঙ্গে ড্রাফটসম্যান (মেকানিক্যাল) ট্রেডে আইটিআই/ ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট/ ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট।

রেডিওগ্রাফার এ: রেডিওগ্রাফিতে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা।

বয়স: ১৮ মে ২০২৩ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফি: ৫০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীরা পরীক্ষায় বসলে আবেদনের ফি ফেরত পেয়ে যাবেন শর্তসাপেক্ষে।

আবেদনের পদ্ধতি: http://www.vssc.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১৮ মে ২০২৩ তারিখ বিকেল ৫টা পর্যন্ত (vssc recruitment 2023)।

নোটিসটি দেখতে ক্লিক করুন