সোমালিয়ায় সন্ত্রাসবাদীদের হামলা অব্যাহত রয়েছে। এদিন সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি হোটেলে হামলা চালিয়ে ৬ জনকে হত্যা করে জঙ্গিরা। আল সাবাব জঙ্গিগোষ্ঠী এই হামলায় যুক্ত বলে জানা গেছে। তার থেকেও ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সোমালিয়ার দক্ষিণে শেবেল নদীর উপত্যকায়। সেখানে খেলার সময় শিশুদের একটি দল বিস্ফোরক খুঁজে পায়। তাদের উপস্থিতিতেই সেই বিস্ফোরক ফেটে অন্তত ২৭ জন শিশুর মৃত্যু হয়েছে।
কলম্বিয়া সেনাবাহিনী একটি গুরুত্বপূর্ণ অভিযানে অংশ নিয়েছিল। তার নাম ‘অপারেশন হোপ’। ৪০ দিনের অভিযানে তারা চিরুনি তল্লাশি চালিয়েছে অ্যামাজনের জঙ্গলে। বস্তুত গত ১ মে তারিখে অ্যামাজনের জঙ্গলে ভেঙে পড়েছিল একটি সেসনা ২০৬ বিমান। দুজন বিমান চালক ও একজন যাত্রীর মৃতদেহ উদ্ধার হয় কিন্তু চারটি শিশুর কোন খোঁজ পাওয়া যায় না। তাদের বয়স যথাক্রমে ১৩,৯,৪ ও এক বছর। এই দীর্ঘ ৪০ দিন তারা অ্যামাজনের জঙ্গলে নিজেদের প্রাণ রক্ষা করতে সমর্থ হয়েছে। অবশেষে সুস্থ অবস্থায় তাদের উদ্ধার করতে পারল সেনাবাহিনীর ১৬০ জন ও আদিবাসীদের ৭০ জনের একটি দল।
জাতীয়
ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)-এর ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হলো সাড়ম্বরে। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে দলের প্রতিষ্ঠাতা সভাপতি শরদ পাওয়ার দলের কার্যকরী সভাপতি হিসেবে ঘোষণা করলেন তাঁর কন্যা সুপ্রিয়া সুলে এবং দীর্ঘদিনের নেতা প্রফুল্ল প্যাটেলের নাম। তবে তাঁর ভাইপো তথা দলের অন্যতম নেতা অজিত পাওয়ারকে সেভাবে ক্ষমতার বৃত্তে রাখা হয়নি।
খেলা
এ মরসুমের চ্যাম্পিয়নস লিগ- এর খেতাবী লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হল ম্যানচেস্টার সিটি। ইস্তানবুলে ফাইনাল ম্যাচে তারা ১-০ গোলে হারিয়ে দিল ইন্টার মিলানকে। জয়সূচক গোলটি করলেন রড্রি।এই প্রথমবার চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়ন হল ম্যানচেস্টার সিটি।
ফরাসি ওপেনে মেয়েদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলেন ইগা শিয়নটেক। এদিন ফাইনালে তিনি পরাস্ত করলেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভাকে। ২২ বছর বয়সী পোল্যান্ডের অধিবাসী ইগার এটি চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম। এটি তাঁর তৃতীয় ফরাসি ওপেন খেতাব। ২০২০,২০২২ সালের পর ২০২৩ সালেও তিনি এই ট্রফি জিতলেন তিনি। টেনিসের ওপেন যুগে তিনি তৃতীয় মহিলা খেলোয়াড় যিনি প্রথম চারটি গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে চারটিতেই চ্যাম্পিয়ন হলেন। অন্য দুজন হলেন মনিকা সেলেস এবং নাওমি ওসাকা।
চতুর্থ উইনিংসে ভারতকে জয়ের জন্য ৪৪৪ রানের লক্ষ্যমাত্রা দিল অস্ট্রেলিয়া। ওভালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তারা ৮ উইকেটে ২৭০ রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে। ভারত দ্বিতীয় ইনিংসে তিন উইকেট খুইয়ে ১৬৪ রান তুলেছে।
বিবিধ
আরব সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর। এটি গোয়া, মহারাষ্ট্র ও কর্নাটকের একাংশে প্রভাব ফেলতে পারে। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘বিপর্যয়’। এই নামটি বাংলাদেশের দেওয়া।