কারেন্ট অ্যাফেয়ার্স ৮ জুলাই ২০২৩

368
0
Current affairs 22nd February
Courtesy: NDTV.com

আন্তর্জাতিক
  • প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি প্রথম দেশ হিসাবে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিল। তারপর বিভিন্ন দেশই তাদের সমরাস্ত্র সম্ভারে রাসায়নিক অস্ত্র যোগ করেছে। এরপর ১৯৯৩ সালে বিশ্বের প্রথম সারির দেশগুলি চুক্তি স্বাক্ষর করে। সেখানে এই মর্মে সিদ্ধান্ত নেওয়া হয় যে, ১৯৯৭ সাল থেকে শুরু করে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে সমস্ত রাসায়নিক অস্ত্র ধ্বংস করে ফেলা হবে। রাসায়নিক অস্ত্র বিরোধী আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা ওপিসিডব্লিউ তিন মাস আগে দাবি করেছিল একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র বাদে বাকি দেশগুলি তাদের সঞ্চয় থাকা রাসায়নিক অস্ত্রগুলি ধ্বংস করে ফেলেছে। এর পরিমাণ কম বেশি ৭০ হাজার টন। একসময় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ছিল ২৮ হাজার ৬০০ টন রাসায়নিক যুদ্ধাস্ত্র। এদিন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ঘোষণা করলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মজুদ থাকা যাবতীয় রাসায়নিক অস্ত্র নিরাপদে ধ্বংস করে ফেলা হয়েছে।
  • রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ ৫০০ দিন অতিক্রম করল। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া প্রথমবার ইউক্রেন আক্রমণ করে। ইতিমধ্যে ৫০০ শিশু সহ ৯০০০ জনের মৃত্যু হয়েছে এই যুদ্ধে।
 জাতীয়
  • প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)এর  বিজ্ঞানী প্রদীপ কুড়ুলকরকে আগেই গ্রেপ্তার করেছিল মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখা। এবার তার বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে।একজন  ছদ্মবেশী মহিলা পাক গুপ্তচরকে দেশের গোপন সামরিক তথ্য পাচারের অভিযোগে উঠেছে তার বিরুদ্ধে।
 খেলা
  • দলিপ ট্রফির ফাইনালে মুখোমুখি হচ্ছে দক্ষিণাঞ্চল ও পশ্চিমাঞ্চল। সেমি ফাইনালে দক্ষিণাঞ্চল দু উইকেটে হারিয়ে দিল উত্তরাঞ্চলকে। অন্য সেমি ফাইনালে পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের মধ্যে ম্যাচ ড্র হল।তবে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে উঠল পশ্চিমাঞ্চল।
  • কানাডা ওপেনের মহিলা ও পুরুষদের সিঙ্গলস সেমি ফাইনালে উঠলেন ভারতের পি ভি সিন্ধু ও লক্ষ্য সেন।
বিবিধ
  • জার্মানির মিউনিখের একটি আদালত মুক্তি দিল ৬২ বছর বয়সী ম্যানফ্রেড গেনডিতসকককে। ইতিমধ্যে ১৩ বছর তিনি কারাদণ্ড ভোগ করেছেন। ২০০৮ সালে একটি খুনের ঘটনায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। এরপর নতুন করে মামলা হয়। সেখানে ফরেন্সিক এবং অন্যান্য তদন্তে প্রমাণ হয় যে তিনি পুরোপুরি নির্দোষ। এই ১৩ বছর অন্যায় ভাবে কারাদণ্ড ভোগ করার ক্ষতিপূরণ হিসাবে তাকে ৪ লক্ষ ডলার এবং প্রতিদিনের জন্য ৮২ ডলার করে দিতে নির্দেশ দিয়েছে আদালত।