আন্তর্জাতিক
- গত দুই দশকে মেক্সিকোয় খুন হয়েছেন দেড় শতাধিক সাংবাদিক। এদিন পুনরায় একজন সাংবাদিককে বাড়ি থেকে অপহরণ করে হত্যা করা হল। অপহরণের চব্বিশ ঘন্টা পরে রাস্তার ধার থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। তাঁর বাড়ির কম্পিউটার, মোবাইল ফোন প্রভৃতিও খুঁজে পাওয়া যাচ্ছে না। নিহত সাংবাদিকের নাম লুই মার্টিন সাচেঞ্জ ইনিগুয়েজ তিনি মেক্সিকোর জনপ্রিয় এবং বহুল প্রচারিত দৈনিক পত্রিকা লা হরনাডা এর সাংবাদিক।
- সুদানের ওন্দুরমানে আকাশপথে হামলা চালাল সুদানের বায়ু সেনা। বিমান থেকে ফেলা বোমায় মৃত্যু হয়েছে বাইশ জনের। জখম হয়েছেন অসংখ্য মানুষ। প্রসঙ্গত গত তিন মাস ধরে সুদানে শুরু হয়েছে গৃহযুদ্ধ। সেখানে সেনাবাহিনী এবং আধা সেনাবাহিনী একে অপরের বিরুদ্ধে রক্তাক্ত লড়াইয়ে সামিল হয়েছে।
জাতীয়
- কানাডার টরেন্টোতে ভারতীয় দূতাবাসের সামনে মিছিল করলো খালিস্তানপন্থীরা। বিচ্ছিন্নতাবাদী সংগঠন খালিস্তানি টাইগার ফোর্সের ডাকে ‘শিখস ফর জাস্টিস’ নামে একটি সংগঠন অনেক আগে থেকেই এদিন পদযাত্রার ডাক দিয়েছিল। তারাই এর নাম দিয়েছিল ‘ফ্রিডম রেলি’। তবে কানাডায় বসবাসকারী প্রবাসী ভারতীয়দের একটা বড় অংশ এদিন দূতাবাসের বাইরে দাঁড়িয়ে এই বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে স্লোগান দেন। তারা অখন্ড ভারতের পক্ষেও স্লোগান দেন।
- জাতীয় শিক্ষানীতি অনুসরণ করবে না কর্ণাটক। দক্ষিণ ভারতের এই রাজ্যটি নিজেরা পৃথক শিক্ষা নীতি প্রচলন করবে বলে ঘোষণা করলেন সেখানকার প্রাথমিক শিক্ষামন্ত্রী মধু বঙ্গারাপ্পা।
- পাঞ্জাবের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী ও পি সোনিকে গ্রেপ্তার করলো পাঞ্জাবের আপ শাসিত বর্তমান রাজ্য সরকার। ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে ওই কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করা হলো বলে জানানো হয়েছে।
- প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হলো উত্তর ভারত। অন্তত ১২ জনের প্রাণহানির খবর জানা গেছে। দিল্লিতে একদিনে বৃষ্টি হয়েছে ১৫৩ মিলিমিটার যা সেখানে গত ৪১ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড।
খেলা
- অ্যাসেজ সিরিজে উত্তেজনা ফিরিয়ে আনলো ইংল্যান্ড। তারা হেডিংলেতে সিরিজের তৃতীয় ম্যাচে তিন উইকেটে জয়ী হলো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অস্ট্রেলিয়া ২ ইনিংসে করেছিল যথাক্রমে ২৬৩ ও ২২৪ রান। ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৩৭ রানের পর দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২৫৪ রান তুলে নেয়। এর ফলে সিরিজে ব্যবধান কমে হল ২-১।
বিবিধ
- গত ১০ বছরে বদলে গেছে মানুষের টেলিফোন ব্যবহারের চরিত্র। দেশে ১০ বছর আগে ২০১৩ সালের এপ্রিল মাসে প্রত্যেক গ্রাহক থেকে গড় আয় ছিল ১২৩.৭৭ টাকা। এখন তা বেড়ে হয়েছে ১৪৬.৯৬ টাকা। সেই সময়ে গ্রাহক পিছু ইন্টারনেট ডেটা থেকে আয় ছিল ৮.১ শতাংশ, তা বর্তমানে ৮৫.১ শতাংশ। মোবাইল ফোনে এসএমএস থেকে আয় কমেছে ৯৪%। ভয়েস কল থেকেও প্রায় আসি শতাংশ আয় কমেছে এই তথ্য ও প্রকাশ করল দেশের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই।